করোনায় আক্রান্ত পূজা হেগড়ে

মুম্বই, ২৬ এপ্রিল:  করোনায় আক্রান্ত অভিনেত্রী পূজা হেগড়ে (Pooja Hegde)। নিজে ট্যুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান 'রাধে শ্যাম' অভিনেত্রী।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে পূজা জানান, করোনায় (Corona) আক্রান্ত তিনি। করোনা বিধি মেনেও কীভাবে তিনি ভাইরাসে (COVID 19) আক্রান্ত হলেন, তা বুঝে উঠতে পারছেন না বলে জানান পূজা। পাশাপাশি গত কয়েকদিন ধরে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, প্রত্যেকে যেন নিজেদের পরীক্ষা করিয়ে নেন বলে আবেদন জানান পূজা।

আরও পড়ুন : Swara Bhasker thanks Shoaib Akhtar : 'কোভিড মোকাবিলায় ভারতের পাশে পাকিস্তান', শোয়েবের আবেদনে প্রশংসায় পঞ্চমুখ স্বরা

পাশাপাশি প্রত্যেকে ঘরে থাকুন এবং মাস্ক পরে থাকুন বলেও আবেদন জানান মহেঞ্জোদাড়ো অভিনেত্রী (Actor)। তিনি নিজেকে বাড়িতে বন্দি করে রেখেছেন বলে জানান পূজা হেগড়ে।

 

এদিকে করোনায় আক্রান্ত বলে সোমবার ট্যুইট করেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্রও। বর্তমানে তিনি বাড়িতে নিভৃতাবাসে রয়েছেন বলে জানান বিজেপির তারকা প্রার্থী।