COVID19: ১৫ মাস পরে দেশের এই জেলায় এল না করোনার নয়া কেস, করোনামুক্ত হওয়ার পথে এই জেলা
ফাইল ছবি

লুধিয়ানা, ২৫ অগাস্ট: দেশে করোনার (Corona Virus) প্রকোপ কমের দিকে। দিল্লি (Delhi) দেশের বিভিন্ন রাজ্যে কোভিডে পজেটিভ (Covid19 Positive) হার একেবারে কমে গিয়েছে। তবে তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক সবাই। এর মাঝেই সুখবর। ১৫ মাস পর করোনা শূন্য হল পঞ্জাবের (Punjab) লুধিয়ানা (Ludhiana) জেলা। যে লুধিয়ানা একটা সময় করোনা ঝড়ে একেবারে বেসামাল হয়ে গিয়েছিল। লুধিয়ানার ডেপুটি কমিশনার বারিন্দার শর্মা জানান, ''গতকাল সেখানকার ৯ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু একটাও রিপোর্ট করোনা পজেটিভ আসেনি। গত ১৫ মাসের মধ্যে যা প্রথমবার হল। আরও পড়ুন: ডেল্টা প্লাসের অশনি সংকেত, দেশে ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু

গোটা পঞ্জাবে গত ২৪ ঘণ্টায় কোভিডে ৫৫টি নতুন কেস এসেছে। মারা গিয়েছেন একজন। রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৪২৩ জন। কঠোর লকডাউনের ফল পাচ্ছে স্বর্ণমন্দিরের রাজ্য।

পঞ্জাবে করোনার প্রকোপ অনেকটা কমে এলেও চিন্তা বাড়ল দক্ষিণের রাজ্যে কেরলকে নিয়ে। কেরলে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪০২ জন আক্রান্ত হয়েছেন। যেখানে উত্তর ভারতে বেশিরভাগ রাজ্যে করোনা সংক্রমণ হাজারের নিচে।

এদিকে, দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ৷ মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৩৭ হাজার ৫৯৩ জন৷ একদিনে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন ৩৪ হাজার ১৬৯ জন৷ তাল মিলিয়ে বাড়ল দৈনিক মৃতের সংখ্যা৷ দেশে একদিনে করোনার বলি ৬৪৮ জন৷ স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ১২ হাজার ৩৬৬৷

এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ১৭ লাখ ৫৪ হাজার ২৮১ জন৷ অ্যাক্টিভ কেস ৩ লাখ ২২ হাজার ৩২৭টি৷ মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৩৫ হাজার ৭৫৮ জন৷ এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৫৯ কোটি ৫৫ লাখ জার ৫৯৩ জন৷