রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার মাশুল দিতে হবে ভারতকে। আগামী ১ অগাস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর আমেরিকা বসাবে ২৫ শতাংশ শুল্ক। সেই সঙ্গে দিতে হবে পেনাল্টিও। বুধবার এমনই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যদিও এই ঘোষণা করার আগে ভারতকে বন্ধু বলে সম্মোধন করেছেন তিনি। আর এই ঘোষণার পরেই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। প্রসঙ্গত, এই ঘোষণার আগের দিনই পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Naredra Modi) অপারেশন সিঁদুর নিয়ে একাধিক মন্তব্য করলেও যুদ্ধবিরতি কার নির্দেশে হয়েছিল, সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন তিনি। আর সেই বিতর্কের রেশ কাটার আগেই ঘোষণা হল ট্রাম্পের ভারতের ওপর শুল্ক বৃদ্ধির।

প্রতিক্রিয়া দিয়েছেন মনোজ ঝা

এই ইস্যুতে আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা বলেন, এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ভালো বলতে পারবেন। আমরা এখনও এই নিয়ে অন্ধকারে আছি। কিন্তু ওনাকে এখনও সমর্থন করছি। কিন্তু দেশের চেতনার সঙ্গে কোনও সমঝোতা নয়। আজ যাঁরা ক্ষমতায় আছে, কাল নাও থাকতে পারেন। কিন্তু এই দেশ মহাসাগরের মতো, কেউ যদি তা নোংরা করার চেষ্টা করে, তাহলে কোনওভাবে বরদাস্ত করা হবে না।

দেখুন মন্তব্য

প্রতিবাদ করলেন রাজীব শুক্লা

অন্যদিকে কংগ্রেস সাংসদ রাজীব শুক্লা বলেন, এতটা ভারী শুল্ক চাপানোয় ক্ষতিগ্রস্থ হবেন ভারতীয় ব্যবসায়ীরা। কর আরোপের পর জরিমানা নির্ধারণ করা প্রতিশোধের মতো লাগছে। আমি এর তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানাচ্ছি।