Narendra Modi (Photo Credit: ANI/X)

দিল্লি, ১২ মে: অপারেশন সিদূঁর (Operation Sindoor)নিয়ে সোমবার রাত ৮টায় ভাষণ দেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। পহেলগামে হামলা থেকে অপারেশন সিদূঁর, এই প্রথম প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিলেন। যেখানে প্রধানমন্ত্রী স্পষ্ট করে পাকিস্তানকে (Pakistan) কড়া বার্তা দেন। তিনি বলেন,  কোনও ধরনের পরমাণু অস্ত্র নিয়ে ভারতকে  ব্ল্যাকমেল করা যাবে না। কোনও ধরনের নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। সোমবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর কথায়, পাকিস্তান যদি কোনও ধরনের হামলার চেষ্টা চালায়, তাহলে তার বদলা ভারত নেবে। স্টেট স্পনসর টেররিজ়ম করছে পাকিস্তান। যার প্রামাণ সন্ত্রাসবাদীদের শব যাত্রায় পাক সেনার উপস্থিতি। যা চাক্ষুষ করেছে গোটা বিশ্ব। ভারত এবং ভারতের  নাগরিকদের রক্ষা করতে যে কোনও ধরনের পদক্ষেপ এবং সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্পষ্ট জানান প্রধানমন্ত্রী। যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত লড়াই করবে। ভারতের এই একতাই দেশকে এগিয়ে দেবে।

আরও পড়ুন: PM Modi On Operation Sindoor: দেশের মা, বোনেদের মাথার সিদূঁর মুছলে কী হয়, তা বুঝতে পেরেছে সন্ত্রাসবাদীরা, অপারেশন সিদূঁর নিয়ে বললেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, বর্তমান যুগ যুদ্ধের জন্য নয়। তবে এই যুগ সন্ত্রাসবাদের জন্যও নয়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে জ়িরো টলারেন্স নীতি নিয়েই ভারত চলবে। পাকিস্তান যেভাবে জঙ্গিদের মদত দিচ্ছে, সন্ত্রাসের গোড়ায় জল দিচ্ছে, তার ফল তারা পাবে। পাকিস্তানকে বাঁচতে হলে সন্ত্রাসবাদীদের সঙ্গে সম্পর্ক চ্যুত করতে হবে। আর সেই কারণেই সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলবে না। সন্ত্রাস, ব্যবসা চলবে না একসঙ্গে। জল আর রক্তও একসঙ্গে বইতে পারে না। তাই পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাস নিয়ে কথা হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে। স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী মোদী।

এসবের পাশাপাশি অপারেশন সিদূঁরে ভারত ১০০ এর বেশি জঙ্গিকে খতম করেছে। ভারতে হামলার চেষ্টা চালালে আমরা নিজেদের মত করে সন্ত্রাসবাদীদের জবাব দেব বলে স্পষ্ট জানান প্রধানমন্ত্রী।