Narendra Modi (Photo Credit: ANI/X)

দিল্লি, ১২ মে :  সোমবার রাত ৮টায় দেশের উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ভারতের প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিদূঁরে (Operation Sindoor) দেশের সামর্থ এবং সংযম দুটোই দেখা গিয়েছে। ভারতের সেনা বাহিনী, গোয়েন্দা, বৈজ্ঞানিকদের স্যালুট করেন প্রধানমন্ত্রী মোদী। আমাদের ভারতীয় সেনা অপারেশন সিদূঁরের জন্য সাহস এবং শৌর্য দেখিয়েছিলেন।  দেশের প্রত্যেক মা, বোন এবং মেয়েকে সেনার এই পারক্রম নিবেদন করছি। বললেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রীর কথায়, ২২ এপ্রিল পহেলগামে বেড়াতে যাওয়া পর্যটকদের নিমর্মভাবে হত্যা করা হয়। পহেলগামের ঘটনা আমায় ব্যক্তিগতভাবে নাড়া দিয়েছে। ওই হামলার পর ভারতের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি রাজনৈতিক দল সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দাঁড়ায়। তাইতো জঙ্গি নিধনের জন্য সেনাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়। তাইতো সন্ত্রাসবাদীরা বুঝতে পেরেছে, দেশের মা, বোনের মাথা থেকে সিদূঁর ঁমুছে দিলে কী হয়। অপারেশন সিদূঁর দেশের কোটি কোটি মানুষের ভাবনার প্রতিফলন বলে জানান মোদী।

পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গিদের আস্তানা যখন গুঁড়িয়ে দেওয়া হয়, তখন তাদের ভিত কে ঁপে উঠেছে বলে মন্তব্য করেন মোদী।