Operation Sindhu (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৮ জুন: অপারেশন সিন্ধু (Operation Sindhu) শুরু করল ভারত (Iran)। ইরান থেকে ভারতীয়দের (Indian Nationals) উদ্ধার করতে এবার ভারত  শুরু করল অপারেশন সিন্ধু। ইরানে যে ১১০ জন ভারতীয় পড়ুয়া রয়েছেন, তাঁদের উদ্ধারের কাজ শুরু করেছে ভারত। ওই ১১০ জন ভারতীয়কে প্রথমে ইরান থেকে আর্মেনিয়ায় নিয়ে যাওয়া হয়। আর্মেনিয়া থেকে ওই পড়ুয়াদের দোহায় নিয়ে যায় বিদেশ মন্ত্রক (MEA)। এরপর দোহা থেকে দিল্লিগামী বিমানে তোলা হয় ১১০ জন ভারতীয়কে। যে ভারতীয়দের উদ্ধারের কাজ শুরু হয়েছে, তাঁরা ডাক্তারি পড়তে ইরানে যান।

শুধু তাই নয়, ১১০ জন ভারতীয়র মধ্যে ৯০ জন জম্মু কাশ্মীরের বাসিন্দা বলে জানা যায়। আরও জানা যাচ্ছে, ১১০ জন ভারতীয় পড়ুয়াকে আর্মেনিয়া থেকে দোহা হয়ে ভারতে ফেরানো হচ্ছে। আর এই পুরো পদ্ধতিকেই অপারেশন সিন্ধু নামকরণ করা হয়েছে বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের তরফে।

আরও পড়ুন: Israel-Iran Conflict: ইরান থেকে ভারতীয় পড়ুয়াদের বের করল বিদেশ মন্ত্রক, ১১০ জনকে বসাল দিল্লিগামী বিমানে, দেখুন ভিডিয়ো

অপারেশন সিন্ধু  শুরু করল ভারত...

 

সম্প্রতি ইরানে হামলা শুরু করেছে ইজরায়েল। ইরানের রাজধানী তেহরানে একের পর এক হামলা শুরু করেছে ইজরায়েল। তেল আভিভের হামলার জেরে ইরান পালটা হানাদারি শুরু করে। যা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা উত্তরোত্তর বাড়তে শুরু করে। ইজরায়েল এবং ইরানের মাঝে যে উত্তেজনার পারদ চড়ছে, তার জেরে পশ্চিম এশিয়ার অন্য দেশগুলির উপর প্রভাব পড়বে কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।