Terrorist Hideout (Photo Credit: X)

দিল্লি, ২৮ জুলাই: সোমবার অপারেশন মহাদেব-এর  (Operation Mahadev) খতম পহেলগাম (Pahalgam Terror Attack) হামলার মাস্টার মাইন্ড। জম্মু কাশ্মীরের দারা জঙ্গলে খতম করে দেওয়া হয় হাসিম মুসা ওরফে সুলেমান শাহ ওরফে মুসা ফউজিকে। হাসিম মুসার (Hasim Musa) পাশাপাশি আরও ৩ লস্কর জঙ্গিকে খতম করা হয় অপারেশন মহাদেব-এ। ২২ এপ্রিল পহেলগাম হামলার পর থেকেই পাকিস্তানি জঙ্গিদের খুঁজছিল ভারতীয় সেনা। টানা ২ মাস ধরে তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে সোমবার হাসিম মুসাকে খতম করে জম্মু কাশ্মীর পুলিশ (Jammu And Kashmir) এবং সিআরপিএফ। সংসদে যখন অপারেশন সিঁদূর নিয়ে ১৬ ঘণ্টার ঝোড়ো আলোচনা চলছে, সেই সময় পহেলগামের মাস্টার মাইন্ডকে ঝাঁঝরা করে দেয় ভারতীয় সেনা। দাচিগ্রামের দারা জঙ্গলে ঢুকে ভারতীয় সেনা বাহিনী গুলিতে ঝাঁঝরা করে দেয় লস্করের ৩ জঙ্গিকে।

দেখুন কোথায় লুকিয়ে ছিল জঙ্গিরা...

 

আরও পড়ুন: Pahalgam Attackers Hasim Musa: অপারেশন মহাদেব-এ খতম পহেলগাম হামলার মাস্টার মাইন্ড, পাক জঙ্গি, কে এই হাসিম মুসা, জানুন

অপারেশন মহাদেব কীভাবে পরিকল্পনা রে সেনা বাহিনী

জম্মু কাশ্মীরের শ্রীনগরে যে মহাদেব পাহাড় রয়েছে, তার নাম অনুযায়ী এই নামকরণ করা হয়। মহাদেব পাহাড় লাগোয়া যে গভীর জঙ্গল রয়েছে, সেখানেই পাকিস্তানি জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর মেলে। মহাদেব পাহাড়ের কোনও গোপণ গুহাতেই পহেলগাম হামলার মাস্টারমাইন্ড এবং আরও ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সেনা বাহিনী জানতে পারে। জুলাই মাসের প্রথম দিকে মহাদেব পাহাড়ে সন্দেহজনক গতিবিধি চোখে পড়তেই সে বিষয়ে তল্লাশি শুরু করে সেনা বাহিনী। বৈদ্যুতিন জিনিসপত্রের মাধ্যমে নজর রাখা হয় জঙ্গিদের উপর। সেই সঙ্গে তল্লাশিও চলছিল। এরপর হঠাৎ করেই চাইনিজ় আলট্রা রেডিয়ো যোগাযোগ শুরু হয় মহাদেব পাহাড়ের কোনও গুহা থেকে। এরপর সোজাসুজি দাচিগ্রামের ওই ঘন জঙ্গলে হানাদারি শুরু করে সেনা বাহিনী। তন্ন তন্ন করে খোঁজা হয় জঙ্গিদের গোপণ আস্তানা।

চাইনিজ় রেডিয়ো যোগাযোগের মাধ্যমে জঙ্গিরা যে এনক্রিপটেড মেসেজ পাঠানো শুরু করে, তা ট্র্যাক করেই ওই ৩ জঙ্গিকে খতম করে সেনা বাহিনী।

দাচিগ্রামের জঙ্গলে পহেলগামের যে জঙ্গিরা লুকিয়ে ছিল, বিদেশি নাগরিকরাই ছিল তাদের লক্ষ্য ছিল বিদেশিরা। বিদেশি নাগরিকদের কীভাবে হত্যা করা যায়, সেই পরিকল্পনা করতেই দাচিগ্রামের জঙ্গলে লুকিয়ে ছিল পাকিস্তানি জঙ্গিরা। এবার সেই জঙ্গিদের খুঁজে বের করে তাদের হত্যা করেন ভারতের বীর জওয়ানরা।