Photo ANI

ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ থামার কোন নাম নেই। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে অপারেশন অজয় চালু করে কেন্দ্রীয় সরকার। সেই অপারেশন অজয়ের মাধ্যমে এবার ষষ্ঠতম ফ্লাইট এসে পৌছল দিল্লিতে। ১৪৩ জন যাত্রীকে ইজরায়েল থেকে ফেরত নিয়ে আসা হল। ৭ অক্টোবর হামাসের আক্রমনের পর থেকে ক্রমাগত দুপক্ষের মধ্যে যুদ্ধ জারি রয়েছে।

ইজরায়েল থেকে আসা ভারতীয়দের পাশাপাশি ২ জন নেপালের বাসিন্দাও রয়েছে বলে জানা গেছে। নিজের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে ষষ্টবারের জন্য উদ্ধারকার্য চলার খবর প্রকাশ করা হয়েছে বিদেশমন্ত্রকের অন্যতম মুখপত্র অরিন্দম বাগচির তরফে।

দিল্লি বিমানবন্দরে যাত্রীদের অর্ভথ্যনা জানাতে উপস্থিত ছিলেন  স্টীল এবং রুরাল ডেভেলপমেন্টের মন্ত্রী এবং ফগ্গন সিং কুলাস্তে।

ইজরায়েল হামাসের এই যুদ্ধে ভারতীয় বাসিন্দাদের দ্রুত ফেরত নিয়ে আসার জন্য ধন্যবাদ জানিয়েছে ফেরত আসা বাসিন্দারা। ভারতীয় দূতাবাসের সহযোগীতা এবং তাড়াতাড়ি দেশে ফিরিয়ে নিয়ে আসার কারণে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছে সরকারকে।

ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতীয় দূতাবাসের তরফে নাম লেখানোর প্রক্রিয়া শুরু করা হয় যাতে ভারতীয় বাসিন্দাদের যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে ফিরিয়ে নিয়ে আসা যায়।