Onion Seeds' Export Banned: বিদেশে পেঁয়াজ বীজের রফতানিতে তাত্ক্ষণিক নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের
(Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৯ অক্টোবর: বৃহস্পতিবার বিদেশে পেঁয়াজ বীজের (Onion Seeds) রফতানিতে তাত্ক্ষণিক নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (DGFT) জানিয়ে দেয়, পেঁয়াজ বীজ বিদেশে রফতানিতে তাত্ক্ষণিক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এদিকে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম।

ডিজিএফটি ইতিমধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করেছে। পণ্য দেশের অভ্যন্তরে যাতে থাকে এবং ভোক্তাদের ত্রাণ সরবরাহ করতে কেন্দ্র খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের ওপর ৩১ ডিসেম্বর পর্যন্ত স্টক হোল্ডিং সীমা আরোপ করেছে। খুচরো বিক্রেতারা কেবল ২ টন পর্যন্ত পেঁয়াজ মজুদ করতে পারবেন, যেখানে পাইকারি ব্যবসায়ীদের ২৫ টন পর্যন্ত রাখার অনুমতি রয়েছে বলে ভোক্তা বিষয়ক সম্পাদক লীনা নন্দন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। আরও পড়ুন, করোনার কাঁটায় পিছিয়ে জানুয়ারিতে ২৬-তম কলকাতা চলচ্চিত্র উৎসব, দেখে নিন দিনক্ষণ

ভারী বৃষ্টিপাতের কারণে উত্পাদনশীল অঞ্চলে খরিফ ফসলের ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে গত কয়েক সপ্তাহে পেঁয়াজের দাম তীব্র পরিমাণে বেড়েছে প্রায় ৭০-৮০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বাজারে।