ফের বাড়ি ভেঙে মৃত্যু ঘটনা। এবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে (Jaipur)। বৃহস্পতিবার সকালে সুভাষ চক এলাকা একটি জরাজীর্ণ বাড়ির একাংশ ভেভে মৃত্যু হয় এক বয়স্ক মহিলার। আহত এক মধ্যবয়স্কা মহিলা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে স্থানীয় প্রশাসন। জেসিবি দিয়ে ধ্বংসস্তুপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। তারপর তাঁদের হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুরসভার তরফ থেকে এই ঘটনার তদন্ত করা হচ্ছে।
আহত মহিলা চিকিৎসাধীন
জানা যাচ্ছে, এদিন সকাল ৭টা নাগাদ একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। আর ঘটনার সময় বাড়ির মধ্যে ছিলেন এক ৭৯ বছরের বৃদ্ধা ও তাঁর বৌমা। স্থানীয় বাসিন্দারাই প্রথমে পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনীর পাশাপাশি উদ্ধারকারী দলও আসে। এরপর আহত দুজনকেই পুরসভার তরফ থেকে এসএমএস হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানেই চিকিৎসকরা প্রৌঢ়াকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত মহিলার অবস্থাও আশঙ্কাজনক
বিপজ্জনক বাড়ি হিসেবে আগে থেকেই চিহ্নিত ছিল
পুরসভার তরফ থেকে জানানো হয়, এলাকার ৪০টি বাড়িকে বিপজ্জনক চিহ্নিত করে আগেই খালি করার নোটিশ ধরানো হয়েছিল। তারপরেও কিছু বাড়িতে লোকজনেরা থাকছিলেন। তারমধ্যেই এটি একটি বাড়ি। দুর্ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে কীভাবে পুরসভার নজর এড়িয়ে দুই মহিলা বসবাস করছিলেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে।