হারদোই, ২৮ অগাস্ট: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হারদোই জেলার গারা নদীতে (Garra River) ট্রাক্টর (Tractor-Trolley) পড়ে গিয়ে মৃত্যু হল একজনের, কমপক্ষে নিখোঁজ রয়েছেন ৫ জন। মৃত ব্যক্তির নাম মুকেশ। প্রায় ২০ জন কৃষক ওই ট্র্যাক্টরে ছিলেন বলে জানা গিয়েছে। ১৪ জন কৃষক সাঁতরে পাড়ে উঠেছেন। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দল উদ্ধার অভিযানে নেমেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের উদ্ধার অভিযানের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
হারদোইয়ের জেলাশাসক অবিনাশ কুমার বলেন, “এনডিআরএফ, এসডিআরএফ এবং পিএসি দল মোতায়েন করা হয়েছে। ট্রলি ও ট্রাক্টর উদ্ধার করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা চলছে। প্রত্যেককে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।" হারদোইয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বন্দনা ত্রিবেদী জানিয়েছেন যে ঘটনাটি নিজামপুর সেতুতে ঘটে। দ্রুতগামী ট্রাক্টরটি সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। তিনি বলেন, ট্রাক্টর ট্রলিটির সামনের একটি চাকা সেতু থেকে নেমে যাওয়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নদীতে পড়ে ট্রাক্টর ও ট্রলি আলাদা হয়ে যায়। তিনি বলেন, ট্রাক্টর পাওয়া গিয়েছে, তবে ট্রলিটি এখনও পাওয়া যায়নি। আরও পড়ুন: Supertech Twin Towers Demolition: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, আজই বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হবে নয়ডার সুপারটেক টুইন টাওয়ার
UP | NDRF, SDRF & PAC's (Provincial Armed Constabulary) flood unit teams deployed. Trolley & tractor have been recovered. Efforts are to complete all proceedings as soon as possible and recover any missing persons. The operation will continue till everyone is rescued: Hardoi DM pic.twitter.com/f2TehrYjC8
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 27, 2022
পুলিশ জানিয়েছে, বেগরাজপুর গ্রামের কৃষকরা হারদোই জেলা সদরের কিষাণ মান্ডি থেকে শসা বিক্রি করে ফিরছিলেন ওই ট্রাক্টরে চেপে। পুলিশ জানিয়েছে, নদীতে জল বেশি থাকায় উদ্ধারকাজ চালাতে অসুবিধা হচ্ছে।