জন্মদিনে মায়ের সঙ্গে নরেন্দ্র মোদি(Photo Credit: ANI)

গান্ধীনগর, ১৭ সেপ্টেম্বর: ৬৯-তম জন্মদিনটি (69th Birthday) মা হীরাবেনের (Heeraben Modi) সঙ্গে উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জন্মদিন উপলক্ষে গুজরাটে রয়েছেন প্রধানমন্ত্রী। গুজরাটের নর্মদা জেলার কেভাদিয়ায় রয়েছে সর্দার সরোবর বাঁধ। গতকাল রাতে প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে উজ্জ্বল আলোক মালায় সেজেছিল গোটা বাঁধ। এদিন মায়ের আশীর্বাদ নিতে গিয়ে এক টেবিলেই মা হীরাবেন ও ছেলে নরেন্দ্র মোদি মধ্যাহ্ন ভোজ সারলেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় গতকাল থেকে চলছে নরেন্দ্র মোদির বিভিন্ন ছবির প্রদর্শনী। যেগুলি তাঁর জীবনের সমস্ত ওঠাপড়াকে কেন্দ্র করেই চিত্রিত হয়েছে। সংসদীয় এলাকা বারাণসীতে জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনায় পুজোর আয়োজন করা হয়েছে। দলের প্রধান তথা মোদির জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ পালন করছে বিজেপি।

গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে ১৯ তারিখ পর্যন্ত। এই গোটা সপ্তাহ ধরে সারা দেশে ভিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করছে বিজেপি। এই জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির স্কুল পড়ুয়ারা, নরেন্দ্র মোদির অনুকরণেই পোশাক পরে আজ স্কুলে এসেছে। প্রত্যেকের মুখেই রয়েছে নমোর মুখোশ। এদিন শিলিগুড়ি শহরে অবস্থিত বেসরকারি স্কুল ব্রাইট অ্যাকাডেমি অভিনব পদ্ধতিতে দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করল। খুদে পড়ুয়ারা মোদির মতো পোশাকের পাশাপাশি তাঁর মুখোশ পরেই জন্মদিনর শুভেচ্ছা জানিয়ে প্ল্যাকার্ড হাতে ঘুরল গোটা স্কুল চত্বর। আরও পড়ুন-Narendra Modi Birthday: নরেন্দ্র মোদির জন্মদিনে সঙ্কট মোচনকে দেড় কেজির সোনার মুকুট উৎসর্গ বারাণসী ভক্তের

বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের বিশিষ্টজন বিভিন্ন ক্ষেত্রের সেরাদের তরফেও অগুন্তি শুভেচ্ছা পেয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) জন্মদিনের শুভেচ্ছা জানাতে দিল্লি রওনা হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শুভেচ্ছা বার্তা পেয়ে প্রত্যুত্তর দিতে ভোলেননি প্রধানমন্ত্রী। টুইটারে মমতা দিদিকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। এদিকে আজ নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এক ভক্ত সংকট মোচন মন্দিরে দেড় কেজি ওজনের সোনার মুকুট উৎসর্গ করেছেন। এই মোদিভক্তের নাম অরবিন্দ সিং। তিনি মানত করেছিলেন, তাই পূরণ করলেন।