বারাণসী, ১৭ সেপ্টেম্বর: BJP Supporter Offered Gold Crown to Lord Hanuman On Narendra Modi' s Birthday: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। তাঁর ৬৯- তম (69th Birthday) জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিজেপি সমর্থকরা নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। ৭ দিন ধরে চলছে 'সেবা সপ্তাহ' (Seva Saptah)। শ্রম দান, উপহার দান, রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, স্বচ্ছতার মত নানারকম কার্যকলাপ। এরই মধ্যে এক অভাবনীয় ঘটিয়ে ফেললেন এক বারাণসীর ভক্ত।
Varanasi:Arvind Singh,a fan of PM Modi offered a gold crown to Lord Hanuman at Sankat Mochan Temple yesterday,ahead of PM's birthday,says,"Ahead of Lok Sabha polls, I took a vow to offer gold crown weighing 1.25 kg to Lord Hanuman if Modi ji formed govt for the second time"(16/9) pic.twitter.com/G6ephry6nC
— ANI UP (@ANINewsUP) September 17, 2019
আজ নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে সঙ্কট মোচন মন্দিরে উৎসর্গ করেছেন দেড় কেজি ওজনের সোনার মুকুট। এই মোদিভক্তের নাম অরবিন্দ সিং। এই ভক্ত সংবাদমাধ্যমকে জানান, 'লোকসভা নির্বাচনের আগেই ঠিক করেছিলাম মোদিজি ফের ক্ষমতায় এলে হনুমান মন্দিরে দেড় কেজি ওজনের সোনার মুকুট দেব। মোদিজির জন্মদিন উপলক্ষ্যে সেটাই করলাম।' আরও পড়ুন, নরেন্দ্র মোদির জন্মদিনে মমতা ব্যানার্জির শুভেচ্ছা, দেখা হবে কাল
আবার ভোপালে (Bhopal) তাঁর বয়সের সঙ্গে মিলিয়ে ৬৯ ফুটের কেক কাটা হয়েছে। ভোপালের গুফা মন্দিরে (Gufa Mandir) নরেন্দ্র মোদির মুখোশ পরে ৬৯ ফুট কেক কাটেন হিন্দু সেনা-র সদস্যরা। মোদি মুখোশ পর অনুষ্ঠানে যোগ দেন সদস্যরা। দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারির ইন্ডিয়া গেটে আজ পালন করলেন নরেন্দ্র মোদির জন্মদিন। মোদির জীবনের বিভিন্ন দিক নিয়ে এক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।
৬৯ বছরে পা দিলেন নমো। জন্মদিনের শুরুটা অন্যান্য বারের মতই মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করেছেন তিনি৷ রাজনৈতিক মতভেদ ভুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জি। এছাড়াও দেশজুড়ে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, মন্ত্রীরাও সোশ্যাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপি নেতা-কর্মীরা মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র জন্মদিন উপলক্ষ্যে সেবা সপ্তাহ পালন করছে বিজেপি।
গতকাল আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে নরেন্দ্র মোদির মঙ্গলকামনা করে পুজো দেন তাঁর স্ত্রী যশোদাবেন। যাকে নিয়ে এত কিছু তিনি কী করছেন? আজ সকাল নরেন্দ্র মোদি ৬টায় মা হীরাবেনের কাছে আশীর্বাদ নিয়ে চলে যান নর্মদার সর্দার সরোবর প্রকল্পে।