Narendra Modi Turns 69: নরেন্দ্র মোদির জন্মদিনে মমতা ব্যানার্জির শুভেচ্ছা, দেখা হবে কাল
নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জি (Photo Credit-Facebook)

কলকাতা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Ministar Narendra Modi) আজ শুভ জন্মদিন (happy Birthday) ৷ ৬৯ বছরে পা দিলেন নমো। জন্মদিনের শুরুটা অন্যান্য বারের মতই মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করবেন তিনি৷ রাজনৈতিক মতভেদ ভুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee) । সকাল সকাল টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ টুইট করে মমতা লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীকে জন্মদিনের শুভেচ্ছা।"

রাজনৈতিক বিরোধ যতই থাকুক না কেন, কোনও দিনই সৌজন্য ভোলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ বিরোধের প্রাচীর যতই উঁচু হোক না কেন তাই অন্যান্য বারের মতই জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন তিনি। বর্তমানে রাজ্যে লগ্নির জন্য ১৩ দিনের ইউরোপ (Europe) সফরে রয়েছেন মমতা৷ উল্লেখ্য, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও (Ex Conggress President Rahul Gandhi) ট্যুইটারে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে হ্যাপি বার্থডে! তাঁর সুস্বাস্থ্য ও খুশি কামনা করি৷' আরও পড়ুন-নরেন্দ্র মোদির আজ ৬৯ তম জন্মদিন, শুভেচ্ছার বন্যায় ভাসছেন প্রধানমন্ত্রী

 

জন্মদিনে ইতিমধ্যেই সর্দার সরোবরে (sardar Sarobar) গিয়ে স্ট্যাচু অফ ইউনিটি (Statu of Unity) ঘুরে দেখেছেন নমো৷ বারাণসীতে (varanasi) একটি প্রাইমারি স্কুলের ছাত্রদের (Primary school student) সঙ্গেই এবার জন্মদিন উপভোগ করছেন মোদি বলে জানা গিয়েছে৷ মোদির জন্মদিনে টুইটারে ভারতীয় ট্রেন্ডিং (Indian Tranding) - #HappyBdayPMModi ও #HappyBirthDayPM৷ প্রধানমন্ত্রীর জন্মদিনে আস্ত ব্লগ (Blog) লিখে ফেলেছেন বিজেপি সভাপতি অমিত শাহ (BJP President Amit Sah) ৷ ব্লগের শীর্ষক- 'The Modi I know: The PM thinks big and is an institution builder par excellence'৷