COVID-19 Cases in India (Photo: PTI)

মুম্বই, ৩১ ডিসেম্বর: মহারাষ্ট্র (Maharashtra) জুড়ে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। যেখানে কোভিডের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন। ফলে বছর শেষে মুম্বইতে (Mumbai)  করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।  মুম্বইতে যাতে এবার গোষ্ঠী সংক্রমণ শুরু না হয়, তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল পুলিশ। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মুম্বইতে কোভিড বিধিনিষেধ জারি থাকবে। যার জেরে বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ সমুদ্র সৈকতে যেতে পারবেন না। পার্কে যেতে পারবেন না। অর্থাৎ বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরজুড়ে কেউ কোথাও ভিড় জমাতে পারবেন না বলে জানানো হয়েছে।

 

এদিকে করোনাভাইরাসের (Coronavirus)   নয়া প্রজাতি ওমিক্রন দিল্লিতে ক্রমশ গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন  স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

আরও পড়ুন:  Omicron: দিল্লিতে ক্রমশ গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে ওমিক্রন, আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

সত্যেন্দ্র জৈন (Satyendar Jain) বলেন, দিল্লিতে সম্প্রতি এমন অনেকে ওমিক্রনে (Omicron)  আক্রান্ত হন, যাঁদের কোনও বিদেশ যাত্রা বা সাম্প্রতিক সময়ে ভ্রমণের ইতিহাস নেই। ফলে ওই ব্যক্তিরা কীভাবে ওমিক্রনে আক্রান্ত হলেন, তা চিন্তার বিষয়। ফলে দিল্লিতে ওমিক্রন ক্রমাগত গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন সত্যেন্দ্র জৈন। দিল্লির পাশাপাশি মুম্বইতে যাতে কোনওভাবে ফের গোষ্টী সংক্রমণ শুরু না হয়, তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল মুম্বই পুলিশ।