Petrol and Diesel Prices in India on December 15, 2021: বুধবারেও থমকে পেট্রোপণ্যের মূল্য; দেখে নিন মুম্বই, কলকাতায় কতোয় বিকোচ্ছে জ্বালানি তেল
Petrol-Diesel Price (Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি,  ১৫ ডিসেম্বর: বুধবার ১৫ ডিসেম্বরেও একই থাকল দেশের মেট্রো শহরগুলির পেট্রোপণ্যের মূল্য (Petrol and Diesel Prices in India)।  জ্বালানি তেলের সংস্থাগুলি দেশজুড়ে পেট্রোপণ্যের মূল্য এক জায়গায় থামিয়ে রেখেছে। একেবারে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে জ্বালানি তেলের দাম। দেশের বেশিরভাগ শহরে দীর্ঘদিন ধরে সেঞ্চুরি টপকে এগিয়ে চলেছে পেট্রোল। আজ দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ৯৫ টাকা ৪১ পয়সা। ডিজেল বিকোচ্ছে ৮৬ টাকা ৬৭ পয়সায়। অন্যদিকে মুম্বইতে এক লিটার পেট্রোলের মূল্য ১০৯ টাকা ৯৮ পয়সা। প্রতি লিটার ডিজেল মিলছে ৯৪ টাকা ১৪ পয়সায়। চলতি বছরের মে মাসে মুম্বইতে পেট্রোল ১০০ টাকা ছুঁয়েছিল, তারপর থেকে তার ঊর্ধগতি হলেও নিচে নামার কোনও সম্ভাবনা আজ পর্যন্ত দেখা যায়নি। আরও পড়ুন-Delhi: বাংলাদেশের ৫০-তম বিজয়দিবস উপলক্ষে ঢাকার উদ্দেশে যাত্রা কোবিন্দের (দেখুন ভিডিও)

অন্যদিকে কলকাতায় আজ বুধবার একলিটার পেট্রোল কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে ১০৪ টাকা ৬৭ পয়সা। ৮৯ টাকা ৭৯ পয়সায় মিলবে এক লিটার ডিজেল। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০১ টাকা ৪০ পয়সা। লিটার প্রতি ডিজেল ৯১ টাকা ৪৩ পয়সা।