নয়াদিল্লিঃ রাষ্ট্রপতি শাসন(President Rule) অতীত। এবার সরকারের শাসন চলবে জম্মু কাশ্মীরে(Jammu Kashmir)। আজ, ১৬ অক্টোবর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ওমর আবদুল্লা(Omar Abdullah)। প্রথম নয়, এই নিয়ে দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। সেই উপলক্ষে আজ উপত্যকায় সাজ সাজ রব। অন্যদিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জম্মু কাশ্মীরকে। শ্রীনগরে ওমর আবদুল্লার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, দীর্ঘ ১০ বছর পর স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু কাশ্মীর। ১০ বছর পর কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়। তাতে ৯০ টি আসনের মধ্যে ৪২ টিতে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পার করে সরকার গড়ছে ন্যাশনাল কনফারেন্স। আজ,জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার হাতে শপথবাক্য পাঠ করবেন ওমর আবদুল্লা, এমনটাই সূত্রের খবর। সব ঠিক থাকলে বেলা ১১ টায় শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সহ এনসিপি নেতা শরদ পওয়ার, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবকে।
নিরাপত্তার চাদরে ঢাকল উপত্যকা,জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ ওমর আবদুল্লার
#WATCH | Jammu and Kashmir: Visuals from outside the residence of JKNC Vice President Omar Abdullah in Srinagar.
Omar Abdullah will take oath as the Chief Minister of Jammu and Kashmir today. pic.twitter.com/ekqMraYQvI
— ANI (@ANI) October 16, 2024