Odisha: হেলমেট না পরায় হাজার টাকা জরিমানা ট্রাক চালকের !
হেলমেট না পরায় হাজার টাকা জরিমানা ট্রাক চালকের (Photo: ANI)

গঞ্জাম, ১৮ মার্চ: হেলমেট (Helmet) না পরায় হাজার টাকা জরিমানা করা হল ট্রাক চালকে। ঠিকই পড়ছেন। বুধবার এই ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম (Ganjam) জেলায়। হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য চালককে এক হাজার টাকা জরিমানা করেছে ট্যাফিক। প্রমোদ কুমার সোয়েন নামের ওই ট্রাক চালক তাঁর পারমিট রিনিউ করতে আরটিও অফিসে গেলে এই ঘটনা সামনে আসে। তিনি জানতে পারেন হেলমেট না পরে ট্রাক চালানোর জন্য তাঁর নামে একটি চালান ইশু করা হয়েছে। এরপর সোয়েন জরিমানা দিয়ে তাঁর পারমিট রিনিউ করেন।

তিনি বলেন, “আমি গত তিন বছর ধরে ট্রাক চালাচ্ছি। ট্রাকটি জল সরবরাহের সঙ্গে যুক্ত। আমার পারমিট শেষ হয়ে যাওয়ায় আমি রিনিউ করার জন্য আরটিওতে গেছিলাম। আমি তখন বকেয়া জরিমানা সম্পর্কে জানতে পারি। আমি নাকি হেলমেট না পরে ট্রাক চালিয়েছি।" আরও পড়ুন: Uttarakhand: ২০ কিমিরও বেশি পেছন দিকে চলল জন শতাব্দী এক্সপ্রেস! দেখুন ভিডিও

প্রমোদ কুমারের অভিযোগ, “আরটিও অযথা হয়রানি করছে এবং মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। এই ধরনের ভুল রোধে সরকারের উচিত পদক্ষেপ নেওয়া।"