ভুবনেশ্বর, ৪ সেপ্টেম্বর: ২ ঘণ্টায় পরপর ৬১ হাজারবার বিদ্যুৎ চমকানোয় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। ৬১ হাজারবার বিদ্যুৎ চমকানোর ১২ জনের মৃত্যুর পাশাপাশি ১৪ জনের আহত হওয়ার খবরমেলে। প্রায় প্রত্যেক বছর বজ্রপাতের জেরে ভারতের বিভিন্ন প্রান্তে একাধিক মৃত্যুর খবর পাওয়া যায়। এলার ওড়িশা থেকে আসতে শুরু করে এই ভয়ানক খবর।
বজ্রপাত হলে, শক্তপোক্ত ঘরে থাকুন বা আশ্রয় নিন। যে ঘরে কোনওভাবে বিদ্যুতের ঝলকানি প্রবেশ করতে পারবে না, সেখানে থাকুন।
বজ্রপাতের সময় কোনওভাবে ঘরের বাইরে থাকবেন না। বিদ্যুৎ যখন চমকাবে, সেই সময় দরজা, জানলা বন্ধ করে রাখুন।
বজ্রপাতের সময় জলের সঙ্গে সংযুক্ত এমন কোনও জিনিস স্পর্শ করবেন না।