ভুবনেশ্বর, ৭ অক্টোবর: গুলি করে মারা হল বিজেপি নেতাকে (BJP Leader)। ঘটনাস্থল ওড়িশা (Odisha)। রিপোর্টে প্রকাশ, ওড়িশার বেরহামপুরে স্থানীয় বিজেপি নেতা পীতভাস পান্ডাকে (Pitavas Panda) দেখে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পীতভাস পান্ডার।
জানা যায়, সোমবার রাতে দুষ্কৃতীরা হাজির হয়ে পীতভাস পান্ডাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ফলে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা পীতভাস পান্ডাকে মৃত বলে ঘোষণা করেন।
যে খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। পুলিশ তদন্তে নামে। বেরহামপুরের পুলিশ সুপার জানান, কী কারণে বিজেপি নেতা পীতভাস পান্ডাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তার তদন্ত চলছে। দুষ্কৃতীদের খুঁজে বের করা হবে বলেও আশ্বাস দেন বেরহামপুরের পুলিশ সুপার।
জানা যাচ্ছে, সোমবার রাতে বেরহামপুরে পীতভাস পান্ডার বাড়ির বাইরে গুলি চালায় দুষ্কৃতীরা। যে গুলি সোজাসুজি গিয়ে বিজেপি নেতার শরীর ফুঁড়ে দেয়। পীতভাস পান্ডা বিজেপির স্থানীয় নেতা হলেও, পেশায় তিনি একজন নামজাদা উকিল ছিলেন।
প্রসঙ্গত পীতভাস পান্ডা ওড়িশা বার কাউন্সিলের একজন জনপ্রিয় সদস্য হিসেবেও পরিচিত ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।
সোমবার রাতের ঘটনার পর পুলিশ পীতভাস পান্ডার বাড়ির বাইরে থাকা সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ বের করার কাজ শুরু করেছে। ঘটনার সময় দুষ্কৃতীরা মোটরবাইকে এসেছিল। ফলে ওই বাইকের নম্বর জোগাড় করার কাজ শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা...
Odisha | BJP leader Pitavas Panda shot dead by miscreants in Berhampur around 10 pm yesterday. Three teams have been constituted to carry out the investigation: SP Berhampur, Dr Saravana Vivek M
— ANI (@ANI) October 7, 2025