ভূবনেশ্বর, ২৮ মে: ওডিশার রাজধানী ভূবনেশ্বরের (Bhubaneswar) নন্দনকাননে (Nandankanan) মর্মান্তিক মৃত্যু এক সিংহীর। ওডিশার (Odisha) বিখ্যাত নন্দনকানন চিড়িয়াখানায় ২০১৫ সালে ইজরায়েল থেকে আনা হয়েছিল ওই সিংহীকে। সিংহীটির নাম রাখা হয়েছিল গঙ্গা। এই সিংহীর স্বভাব, মেজাজের জন্য পর্যটক ও চিড়িয়াখানার কর্মীদের মধ্যে খুব জনপ্রিয় ছিল। সেই ১৫ বছরের ইজরায়েলি সিংহী গঙ্গায় নন্দননকানন চিড়িয়াখানায় আজ, শনিবার সকালে মারা গেল।
সিংহীর গুহায় ঢুকে পড়া এক সাপের কামড়েই এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। সিংহীর গুহায় জল খাওয়ার জায়গা থেকে সাপটিকে ধরা হয়েছে। আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ হাজার ৬৮৫ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের
দেখুন টুইট
Odisha | 15 yr-old African lioness named 'Ganga' brought from Israel in 2015 died today morning due to a suspected Snakebite in Nandankanan zoo. Veterinary doctors tried to treat her but she could not be saved. Postmortem report awaited:Dy Director, Nandankanan zoo, Bhubaneswar pic.twitter.com/lhDnbnCMDQ
— ANI (@ANI) May 28, 2022
সাপের কামড়ের সঙ্গে সঙ্গে সিংহীর শরীরে খুব দ্রুত বিষ ছড়িয়ে পড়ে। পশু চিকিতসরা সিংহীটিকে বাঁচানোর খুব চেষ্টা করেন। কিন্তু তাকে বাঁচানো যায়নি। সিংহীটির ময়নাতদন্তের রিপোর্টে আজ, শনিবার সন্ধ্যার মধ্যে আসার কথা।