প্রতীকী ছবি (Photo Credits: File Image)

নতুন দিল্লি, ১৬ জানুয়ারি: ব্রিটেনের নতুন করোনাভাইরাস স্ট্রেনে (New COVID-19 Strain) ভারতে আক্রান্তের সংখ্যা বাড়ল। দেশে ১১৬ জনের শরীরে পাওয়া গেছে নতুন স্ট্রেন। আজ একথা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union health ministry)। ভারত ছাড়াও করোনাভাইরাসের এই নতুন প্রজাতির দেখা মিলেছে চিন, ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইটালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইৎজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন, নাইজেরিয়া এবং সিঙ্গাপুরে।

এদিকে দেশজুড়ে আজ শুরু হয়েছে করোনার টিকাকরণ (COVID19 Vaccination)। সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল উদ্বোধনে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ আরও একবার আত্মনির্ভর ভারত নিয়ে গর্বপ্রকাশ করেন তিনি। অনেক স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীরা লড়েছেন, কেউ প্রাণ হারিয়েছেন। আজ স্বাস্থ্য কর্মীদের টিকা দিয়ে তাদের ঋণ শোধ করছে, বলে জানান প্রধানমন্ত্রী। এই টিকা দেশের মানুষের জন্য সুরক্ষিত। ২টি ডোজের মধ্যে এক মাসের ব্যবধান থাকবে। দ্বিতীয় ধাপে ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান তিনি। আরও পড়ুন: COVID-19 Vaccination: দেশে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন স্যানিটেশন কর্মী মণীশ কুমার, দেখুন ভিডিও

সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল সূচনার পর নরেন্দ্র মোদি বলেন, আজ আরও একবার আত্মনির্ভর ভারত নিয়ে গর্ব হচ্ছে। অনেক স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীরা লড়েছেন, কেউ প্রাণ হারিয়েছেন। আজ স্বাস্থ্য কর্মীদের টিকা দিয়ে তাদের ঋণ শোধ করছে, বলে জানান প্রধানমন্ত্রী। এই টিকা দেশের মানুষের জন্য সুরক্ষিত। ২টি ডোজের মধ্যে এক মাসের ব্যবধান থাকবে। দ্বিতীয় ধাপে ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান তিনি।