Nuh Violence (Photo Credit: Twitter)

নুহতে বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রাকে কেন্দ্র করে আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।শোভাযাত্রার জন্য অনুমতি চাওয়া হলেও প্রশাসনের তরফে তা নাকচ করে দেওয়া হয়েছে। তবুও শোভাযাত্রার সিদ্ধান্তে অটল থাকার কারণে তৈরি হয়েছে সমস্যা। তাই সেই সমস্যার আগাম প্রস্তুতি হিসেবে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বাইরের থেকে আসা লোকদের নুহতে ঢোকা নিষিদ্ধ করেছে সেখানকার প্রশাসন।হরিয়ানা সরকারের পক্ষ থেকে অগাস্ট ২৬ থেকে অগাস্ট ২৮ তারিখ পর্যন্ত বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

এর আগে বজরং দলের পক্ষ থেকে শোভাযাত্রা নিয়ে যাওয়ার পথে নুহতে হিংসা ছড়িয়ে পড়ে। যার জেরে গাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জারি করা হয় ১৪৪ ধারা। হিংসা লাগানোর ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগে ভেঙে ফেলা হয় বেশ কিছু অবৈধ নির্মানও। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।