নতুন দিল্লি, ৮ জুন: মহামারী কোরনাকে রুখতে দেশজুড়ে টানা লকডাউন চলছে। এর জেরে বহু মানুষ চাকরি খুইয়েছেন। এখন দেশের অর্থনীতি প্রায় মুখ থুবড়ে পড়েছে। এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এনটিপিসি (NTPC)। জানা যাচ্ছে, এই অসময়ে এমনভাবে সরকারি চাকরির সুযোগ আসবে কেউ বোঝেনি। তবে যাঁরা এখন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে যোগ দেবেন, তাঁদের বেতন হবে সপ্তম পে কমিশন অনুযায়ী। ইতিমধ্যেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে এনটিপিসি। খনন বিভাগের প্রধান, মাইন প্ল্যানার, প্রধান খনি সমীক্ষক, সহকারী খনি সমীক্ষকের পদে নিয়োগে জন্যই বিজ্ঞপ্তি জারি হয়েছে বলে খবর।
সবমিলিয়ে ১৮ জন কর্মীর নিয়োগ করবে এনটিপিসি। প্রধান খনি সমীক্ষক হিসেবে একজনকেই চাই। যাঁরা নামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ও মাইনিং মেশিনারি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেছেন তাঁরাই সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য আবেদন করতে পারেন। তবে অবশ্যই প্রত্যেকের ১৮ বছররে ফিল্ড একস্পেরিয়েন্স থাকতে হবে। আরও পড়ুন-COVID-19 Cases In India: গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৭ হাজারের উপরে, দেশে মোট করোনা আক্রান্ত এখন ২ লক্ষ ৫৬ হাজার ৬১
যাঁরা আবেদন করতে চান তাঁরা ntpccareers.net. ক্লিক করুন। এবার কারেন্ট ওপেনিং অপশনে যান। এরপর ২ জুনের বিজ্ঞাপনের অধীনে থাকা হেয়ার টু অ্যাপ্লাইতে ক্লিক করুন। এবার নিয়োগ সংক্রান্ত পছন্দের পদটিকে সিলেক্ট করুন ও অ্যাপ্লাই শব্দে ক্লিক করুন। নির্বাচিত প্রার্থীকে তিন বছরের সময়সীমায় নিয়োগ করা হবে। যাঁরা খনি সমীক্ষকের পদে নিযোগ পাবেন, সপ্তম পে কমিশন অনুযায়ী তাঁদের মাসিক বেতন হতে চলেছে ২ লক্ষ ২৭ হাজার টাকা। খনন বিভাগের এগজিকিউটিভের মাসিক বেতন ১ লক্ষ ৭০ হাজার টাকা। আর মাইন প্ল্যানারের মাসিক বেতন ১ লক্ষ ৮৯ হাজার টাকা।