Manish Sisodia (Photo Credit: ANI/Twitter)

মঙ্গলবার মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) ব্যাঙ্কের লকার খুলতে হাজির হয় সিবিআই। দিল্লির (Delhi) উপমুখ্যমন্ত্রীর ব্যাঙ্কের লকারে কী রয়েছে, সে বিষয়ে খোঁজ করতেই সিবিআই আধিকারিকরা সেখানে হাজির হন। যা নিয়ে মঙ্গলবার সকাল থেকেই জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। ব্যাঙ্কের লকারে তল্লাশির পর সেখানে কিছু মেললেনি বলে জানান দিল্লির উপমুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁর বাসভবনে খোঁজ চালিয়ে যেমন কিছু মেলেনি, তেমনি তাঁর ব্যাঙ্কের লকারেও সন্দেহজনক কিছুই মেলেনি। সিবিআই তাঁদের হুমকি দেয় আগের মত কিন্তু তাঁরা কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের সাহায্য করেছেন বলে জানান দিল্লির উপমুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তিনি এ বিষয়ে ক্লিনচিট পেয়ে গেলেন বলে খুশি বলে জানান মণীশ সিসোদিয়া।