Narendra Modi এবং Amit Shah. (Photo Credits: ANI@X)

Kuldeep Sharma: গুজরাটের এক প্রাক্তন আইপিএস অফিসারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। 'দ্য ওয়ার'-এ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গুজরাটের কচ্ছ জেলায় এক ৪১ বছর পুরনো মামলায় অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার কুলদীপ শর্মা এবং অবসরপ্রাপ্ত ডিএসপি গিরিশ বাসাভাদা-র বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেশনস কোর্ট। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার কুলদীপ শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ-র বড় সমালোচক।

দেখুন খবরটি

ঠিক কী কারণে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল? ঘটনাটি ১৯৮৪ সালের মে মাসে কচ্ছের নালিয়া এলাকায়। অভিযোগ, তৎকালীন কচ্ছের পুলিশ সুপার কুলদীপ শর্মা কংগ্রেস নেতা হাজি আবদুল্লা হাজি ইব্রাহিম (ইবলা শেঠ)-কে বেআইনি ভাবে আটক ও মারধর করেছিলেন। ১৯৮৪ সালের মে মাসে ঘটে যাওয়া এই কেস ফের খোলা নিয়ে গুজরাটের প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন

অমিত শাহর বিরুদ্ধে আড়াই কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছিলেন সেই পুলিশ কর্তা

২০০৫ সালে তৎকালীন পুলিশ কর্তা কুলদীপ শর্মা অভিযোগ করেছিলেন, তৎকালীন গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ নাকি ১৬০০ কোটি টাকার কো-অপারেটিভ ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত কেতান পারেখকে বাঁচাতে ২.৫ কোটি টাকার ঘুষ নিয়েছিলেন। কুলদীপ শর্মার ভাই অবসরপ্রাপ্ত আইএএস প্রদীপ শর্মা, যিনি ২০০১ সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠনের সময় মোদীর ঘনিষ্ঠ ছিলেন, পরে মোদীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলেন। প্রদীপ শর্মার বিরুদ্ধে বর্তমানে ১৫টি ফৌজদারি মামলা চলছে। ২০২৪ সালে এক মামলায় তাঁকে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে।

গ্রেফতারি রুখতে আদালতে

প্রাক্তন আইপিএল অফিসার কুলদীপ শর্মা গুজরাট হাইকোর্টে শাস্তি খারিজের আবেদেন করেছেন। বাতিলের পাশাপাশি জামিন, সাজা স্থগিত রাখা ও আত্মসমর্পণ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।