নতুন দিল্লি, ২২ ডিসেম্বর: টিকা নেওয়ার শংসাপত্র (Vaccine Certificate) না জমা দিলে বেতন (Salary) পাবেন না পঞ্জাবের সরকারি কর্মচারীরা (Government Employees)। রাজ্য সরকার (Punjab Government) আজ এক বিবৃতিতে একথা বলেছে। বিবৃতিতে বলা হয়েছে, কর্মচারীদের একটি বা সম্পূর্ণ টিকা নিতেই হবে, যদিও তাঁরা বেতন হাতে পেতে চান। বেতন পেতে কর্মচারীদের পঞ্জাব সরকারের চাকরির পোর্টালে টিকা নেওয়ার শংসাপত্র আপলোড করতে হবে। টিকা না নিলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেওয়া হবে? এই প্রশ্নের উত্তর অবশ্য সরকারি বিবৃতিতে নেই।
কর্মচারীদের টিকা শংসাপত্র পঞ্জাব সরকারের iHRMS ওয়েবসাইটে আপলোড করতে হবে, সংক্ষেপে ইন্টিগ্রেটেড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। আরও পড়ুন: Security Cover Of Rajib Banerjee Withdrawn: তৃণমূলে ফিরতেই কেন্দ্রীয় নিরাপত্তা উঠল রাজীব বন্দ্যোপাধ্যায়ের
The Government of Punjab issues orders that no salary would be given to government employees without vaccination certificates. #COVID19 pic.twitter.com/uFBikaezNV
— ANI (@ANI) December 22, 2021
করোনার নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে, যা অত্যন্ত সংক্রমণযোগ্য বলে পরিচিত। ভারতে কমপক্ষে ২১৫ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। আবারও কঠোর বিধি-নিষেধ চাপানোর দাবি উঠেছে। এই পরিস্থিতিতে টিকাকরণে গতি আনতে চাইছে পঞ্জাব সরকার।