তাজমহল (Photo: Twitter)

নতুন দিল্লি, ৭ মার্চ: আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day 2020) দেশের মহিলাদের বিশেষ উপহার কেন্দ্রীয় সরকারের। ৮ মার্চ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archaeological Survey of India) অধীনে থাকা সৌধগুলি (Monuments) দর্শন করতে প্রবেশমূল্য লাগবে না তাঁদের। এই প্রথম এই ধরনের ঘোষণা করল কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। মন্ত্রকের জারি করা নির্দেশ অনুসারে, ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে সমস্ত সৌধগুলিতে মহিলা দর্শনার্থীদের কাছ থেকে কোনও ফি নেওয়া হবে না।

এর ফলে, এই রবিবার মহিলারা তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার, হুমায়ূনের সমাধি, কোনারকের সূর্য মন্দির, মল্লপুরম, অজন্তা-ইলোরা, খাজুরাহো সৌধ ইত্যাদি স্থানে বিনামূল্যে ঘুরে আসতে পারেন। আজ, সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ পটেল বলেন, "আন্তর্জাতিক নারী দিবসের ধারণা প্রচলিত হওয়ার আগে থেকেই ভারতে নারীরা ঈশ্বর-রূপে পূজিতা। আমাদের সংস্কৃতিতে মহিলাদের প্রাচীনকাল থেকেই দেবদেবীর মর্যাদা রয়েছে। এটি একটি মহান উদ্যোগ।" আরও পড়ুন: Licypriya Kangujam: নরেন্দ্র মোদির #SheInspiresUs উদ্যোগে অংশগ্রহণ প্রত্যাখ্যান আট বছর বয়সী পরিবেশকর্মীর

চলতি সপ্তাহেই সকলকে চমকে দিয়ে সোশাল মিডিয়ায় ছাড়ার কথা বলেন প্রধানমন্ত্রী। যদিও পরের দিনই আবার টুইট করে মোদি জানান, ওইদিন তিনি তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলি মহিলাদের উৎসর্গ করবেন।