নতুন দিল্লি, ১২ মার্চ: এপিআর-র (NPR) জন্য কোনও কাগজপত্র দিতে হবে না। আজ রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। দিল্লি হিংসা নিয়ে জবাবি ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এনপিআর বা জাতীয় জন সংখ্যা নিবন্ধনের জন্য কোনও কাগজপত্র জমা দিতে হবে না এবং কাউকেই ‘ডি’ বা সন্দেহজনক (Doubtful) ঘোষণা করা হবে না।" অমিত শাহ আরও বলেন: "কোনও নথি জমা দেওয়ার দরকার নেই। আপনার যা তথ্য রয়েছে তা দিতে পারেন এবং অন্যান্য প্রশ্নগুলি ফাঁকা রেখে দিতে পারেন।"
কংগ্রেস নেতারা "ডি" অপসারণ করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন: "এতে সন্দেহজনক কোন বিভাগ থাকবে না। কাউকেই এই বিভাগে রাখা হবে না। এনপিআর-র প্রক্রিয়ার কারণে কাউকে ভয় পেতে হবে না।" আরও পড়ুন: Dilip Ghosh On Prevention Of Coronavirus: 'সাদা পরিষ্কার কাপড় কেটে নিজেরাই মাস্ক তৈরি করে নিন', করোনা আতঙ্কে পরামর্শ দিলীপ ঘোষের
Union Home Minister Amit Shah in Rajya Sabha: I am again repeating that no documents will be needed for National Population Register (NPR). All the information asked is optional. Nobody has to fear from the process of NPR. There will be no 'D' (doubtful) category. https://t.co/aAUn91HYG8
— ANI (@ANI) March 12, 2020
অমিত শাহ বলেন, "আমি আমার মুসলিম ভাই-বোনদের আবারও বলছি যে নাগরিকত্ব সংশোধন আইন (CAA) ইস্যুতে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এই আইনটি কারও নাগরিকত্ব নিতে নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য করা হয়েছে।"