অধীর চৌধুরি (Photo: ANI)

নতুন দিল্লি, ২৬ জুন: "চিনকে (China) ভারতের দখল করা জমি থেকে বের করতে দিতে হবে।" আজ এই মন্তব্য করলেন কংগ্রেসের লোকসভার নেতা ও সাংসদ অধীর চৌধুরি (Adhir Ranjan Chowdhury)। আজ সকালে টুইটে অধীরবাবু লেখেন, "আমাদের জমি চিনের থেকে ফেরত নেওয়ার জন্য একতরফাভাবে প্ররোচিত করা উচিত নয়, আমাদের অবশ্যই তাদের দ্বিপাক্ষিকভাবে বাধ্য করতে হবে, কোনও ভিক্ষা নয়, কেবলমাত্র আমাদের পবিত্র ভূমি থেকে লাল বাহিনীকে বের করে দিতে হবে।"

লাদাখ নিয়ে নরেন্দ্র মোদির বক্তব্যতে হাতিয়ার করেছে কংগ্রেস। লাদাখ ইশুতে প্রতিদিনই কংগ্রেস ও রাহুল গান্ধি মোদি সরকারকে আক্রমণ করছে। চিন সেনা দেশের ভূখণ্ড দখল করেছে বলেও দাবি করেছেন রাহুল। যদিও সরকার ও প্রধানমন্ত্রী জানিয়েছেন, চিন ভারতের কোনও এলাকায় ঢোকেনি ও ঢুকে নেই। যদিও তা মানতে নারাজ রাহুল ও কংগ্রেস। আজ এই বিষয়ে আবারও সুর চড়ান অধীর চৌধুরি। তিনি বলেন, "ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, দেশবাসী আপনার কণ্ঠস্বর থেকে জানতে চান যে এখন লাদাখ অঞ্চলে আসলে কী চলছে? দয়া করে দেশকে জানান।" আরও পড়ুন: Sharad Pawar On Rahul Gandhi's Remark: ৬২-তে চিন ভারতের এলাকা দখল করেছিল, অতীত মনে রাখতে হবে: লাদাখ ইশুতে রাহুল গান্ধির উলটো সুর শরদ পওয়ারের

চিন ইশুতে রাহুল গান্ধিকে (Rahul Gandhi) বিঁধে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ও প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী শরদ পওয়ার (Sharad Pawar)। তাঁর বক্তব্য়, সেনাবাহিনী এবং সরকার সজাগ ছিল বলেই চিনারা ভারতের তেমন ক্ষতি করতে পারেনি। শরদ পওয়ার বলেন, দেশের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনীতি কাম্য নয়। এনসিপি সুপ্রিমো বলছেন, "৬২-তে কী হয়েছিল ভুলে গেলে চলবে না। চিনারা ভারতের ৪৫ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল। তা আমরা ভুলতে পারি না। বর্তমানে তারা কোনও জমি দখল করেছে কি না আমি জানি না, তবে এটি আলোচনা করার সময় আমাদের অতীত মনে রাখা দরকার। জাতীয় সুরক্ষার বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়।"