শরদ পওয়ার। | File Image (Photo Credits: Twitter@PawarSpeaks)

মুম্বই, ২৭ জুন: চিন ইশুতে রাহুল গান্ধিকে (Rahul Gandhi) বিঁধে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ও প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী শরদ পওয়ার (Sharad Pawar)। তাঁর বক্তব্য়, সেনাবাহিনী এবং সরকার সজাগ ছিল বলেই চিনারা ভারতের তেমন ক্ষতি করতে পারেনি। লাদাখ ইশুতে প্রতিদিনই কংগ্রেস ও রাহুল গান্ধি মোদি (Narendra Modi) সরকারকে আক্রমণ করছে। চিন সেনা দেশের ভূখণ্ড দখল করেছে বলেও দাবি করেছেন রাহুল। যদিও সরকার ও প্রধানমন্ত্রী জানিয়েছন, চিন ভারতের কোনও এলাকায় ঢোকেনি ও ঢুকে নেই। যদিও তা মানতে নারাজ রাহুল ও কংগ্রেস।

এই বিষয়ে আজ শরদ পওয়ার বলেন, দেশের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনীতি কাম্য নয়। এনসিপি সুপ্রিমো বলছেন, "৬২-তে কী হয়েছিল ভুলে গেলে চলবে না। চিনারা ভারতের ৪৫ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল। তা আমরা ভুলতে পারি না। বর্তমানে তারা কোনও জমি দখল করেছে কি না আমি জানি না, তবে এটি আলোচনা করার সময় আমাদের অতীত মনে রাখা দরকার। জাতীয় সুরক্ষার বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়।" আরও পড়ুন: India Moves Air Defence Systems Into Ladakh: পূর্ব লাদাখ সেক্টরে এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করল ভারতীয় সেনা

পওয়ার বলেন, "যুদ্ধের সম্ভাবনা আছে বলে আমি মনে করি না, তবে চfন অবশ্যই কোনও অপকর্ম করেছে। গালওয়ানে আমরা যে রুটটি তৈরি করছি তা আমাদের সীমান্তের দিকে। আমাদের সেনাবাহিনী চিনাদের দূরে সরানোর সাধ্যমতো চেষ্টা করেছে। এটাকে কারও ভুল বা ব্যর্থতা বলাটা কাঙ্ক্ষিত নয়। আমরা সতর্ক ছিলাম বলেই আচমকা বিপদে পড়ে যায়নি। তাই আমার মনে হয় না এ নিয়ে সরকারকে আক্রমণ করাটা ঠিক হবে।"