Nitish Kumar Talks, Laughs During National Anthem (Photo Credits: X)

পাটনা, ২১ মার্চঃ বাজছে জাতীয় সঙ্গীত (National Anthem)। অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলে উঠে দাঁড়িয়ে একমনে প্রার্থনা করছেন। কিন্তু অমনোযোগী নীতিশ কুমার (Nitish Kumar)। রয়েছেন আপন মেজাজেই বৃহস্পতিবার পাটনার পাটলিপুত্র ক্রীড়া কমপ্লেক্সে সেপাকটাক্রো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই ক্রীড়া অনুষ্ঠানের একটি ভিডিয়ো গতকাল সন্ধ্যে থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে চলা জাতীয় সঙ্গীতের সময় যখন সবাই উঠে দাঁড়িয়ে প্রার্থনা করতে ব্যস্ত তখন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে দেখা গিয়েছে তাঁরই পাশে দাঁড়িয়ে থাকা প্রিন্সিপাল সেক্রেটারি দীপক কুমারের সঙ্গে হেসে হেসে গল্প করতে। দীপক মুখ্যমন্ত্রীকে গল্প থেকে বিরত করলেও জাতীয় সঙ্গীতে মন ফেরেনি নীতিশের। সেই ভিডিয়োই নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করে তীব্র আক্রমণ শানিয়েছেন তেজস্বী যাদব।

বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী (Tejashwi Yadav) এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখেন, 'মাননীয় মুখ্যমন্ত্রী, দয়া করে অন্তত জাতীয় সঙ্গীতের অপমান করবেন না। যুব, ছাত্র, মহিলা ও বয়স্ক মানুষদের আপনি নিত্য অসম্মান করে চলেছেন। আপনি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে হাততালি দিয়ে তাঁর মৃত্যু নিয়ে মজা করেছেন। আর এবার জাতীয় সঙ্গীতকে নিয়েও। আপনাকে মনে করিয়ে দিই, যে আপনি এই বিরাট রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি এক মুহূর্তের জন্যেও মানসিক ও শারীরিকভাবে স্থিতিশীল নন। এমন অচেতন অবস্থায় তোমার এই পদে থাকা রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। বারংবার বিহারকে এইভাবে মান করবেন না'।

জাতীয় সঙ্গীতে কোন ভ্রূক্ষেপ নেই মুখ্যমন্ত্রী নীতিশেরঃ

মুখ্যমন্ত্রী নীতিশের এমন আচরণের নিন্দা করেছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালুপ্রসাদ যাদবও (Lalu Prasad Yadav)। এই বছরেই বিহারে রয়েছে বিধানসভা ভোট। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই ভিডিয়ো ভোটে ভাটা সৃষ্টি করতে পারে। তাই নীতিশ শিগগিরি এই বিষয়টি নিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেবেন বলেই দলীয় সূত্রে খবর।