পটনা, ১৫ জুন: লোকসভা নির্বাচনে তার কথা না মেলার ধাক্কা কাটিয়ে বিহারে নিজের পার্টির প্রচারে নেমে পড়লেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। বিহারের ভাগলপুরে এক জনসভায় জন সূরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর বললেন, "নীতীশ কুমার ক্ষমতায় টিকে থাকার জন্য তার বিবেক বিক্রি করে ফেলেছেন।" জেডি (ইউ)-য়ের প্রাক্তন নেতা প্রশান্ত কিশোরের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র পা ছুঁয়ে প্রণাম করে বিহারকে লজ্জা উপহার দিয়েছেন নীতীশ। নির্বাচনী বিশারদ প্রশান্ত বললেন, "মোদীর ক্ষমতায় ফেরার পিছনে নীতীশ কুমারের ভূমিকা নিয়ে খুব আলোচনা হচ্ছে। কিন্তু এটা বলা হচ্ছে না, বিহারের মুখ্যমন্ত্রী কীভাবে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য নিজেদর পদকে কাজে লাগাচ্ছেন। নীতীশ তাঁর পদের প্রভাব রাজ্যের সুবিধা, উন্নয়নের জন্য কাজে লাগাচ্ছেন না। মোদীর পায়ে প্রণাম করে আসলে নীতীশজি আসলে চাইছেন ২০২৫ বিধানসভা নির্বাচনের পরেও বিহারের কুর্সি ধরে রাখতে।"
প্রসঙ্গত, গত কয়েক মাসে বারবার নীতীশকে দেখা গিয়েছে মোদীর পা ছুঁয়ে প্রণাম করেছেন। ভোটের ফলপ্রকাশের পর এনডিএ-র বৈঠকের পরেও নীতীশ মোদীর পা ছুঁয়ে প্রণাম করেছেন। প্রধানমন্ত্রী বিহারে নির্বাচনী সভায় গেলেও একই ছবি দেখা যায়। নীতীশের ১২ জন সাংসদের সমর্থন মোদীকে ফের সিংহাসনে বসতে বড় সাহায্য করেছে।
প্রশান্ত কিশোর-কে এবারের লোকসভা নির্বাচনে ফ্লপ চরিত্র হিসেবে ধরা হচ্ছে। প্রশান্ত কিশোরের প্রায় কোনও কথাই এবারের নির্বাচনে মেলেনি। বিজেপি সাড়ে ৩০০-র কাছাকাছি আসন পেয়ে অনায়াসে ক্ষমতায় ফিরবে বলে ভবিষ্যতবাণী একেবারেই মেলেনি। তবে তার চেয়েও মেলেনি প্রশান্ত কিশোরের নীতীশ কুমারকে নিয়ে করা ভবিষ্যতবাণী। এক সময় জেডি (ইউ) করা প্রশান্ত কিশোর বলেছিলেন, নীতীশ কুমার এবারের লোকসভা নির্বাচনের পর পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। কিন্তু কঠিন পরিস্থিতিতে বিহারে এক ডজন আসনে জিতে দেশের রাজনীতিতে নীতীশ নির্ণায়ক শক্তি হয়ে উঠেছেন।