শ্রীনগর: জোজিলা টানেলটি (Zojila Tunnel) সম্পূর্ণ হওয়ার পর জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) পর্যটন (tourism) ও বিভিন্ন ধরনের কাজের সুযোগ (employment opportunities) ২-৩ গুণ বাড়বে বলে দাবি করলেন কেন্দ্র সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়কড়ি (Union Minister for Road Transport & Highways Nitin Gadkari)।
সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা (Jammu & Kashmir LG Manoj Sinha) এবং সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে জোজিলা টানেল তৈরির কাজ পরিদর্শন (inspect the ongoing work) করেন তিনি।
#WATCH | Union Minister Nitin Gadkari and Jammu & Kashmir LG Manoj Sinha visit Zojila Tunnel to inspect the ongoing work pic.twitter.com/25wwWICu4d
— ANI (@ANI) April 10, 2023
পরে এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কডি বলেন, "এই টানেল তৈরির কাজটি সম্পূর্ণ হলেই জম্মু ও কাশ্মীরে পর্যটন ব্যবসা ও বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ ২ থেকে তিনগুণ বৃদ্ধি পাবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জম্মু ও কাশ্মীরে আসার সময়ও অনেক কম লাগবে।" আরও পড়ুন: Shia Muslims Oppose Same Sex Marriage: সমকামী বিবাহের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন শিয়া মুসলিম সংগঠনেরও
With the construction of this tunnel, tourism will increase by 2-3 times and employment opportunities will also grow in Jammu & Kashmir: Union Minister for Road Transport & Highways, Nitin Gadkari, following inspection of the construction of Zojila Tunnel in J&K pic.twitter.com/Djf60ANt9F
— ANI (@ANI) April 10, 2023