নতুন দিল্লি, ১৮ জানুয়ারি: আগামী ১ ফেব্রুয়ারী হতে চলেছে নির্ভয়া ধর্ষণ ও খুনকাণ্ডের ৪ দোষীদের ফাঁসি। সকাল ৬টায় ফাঁসি হবে তাদের। দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট (Patiala House Court) নতুন করে মৃত্যু পরোয়ানা জারি (Death Warrant) করে। এক আসামি মুকেশ সিং-র প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দোষীদের মধ্যে আরেকজন পবন গুপ্তা (Pawan Gupta) সুপ্রিম কোর্টে জমা দিয়েছে পিটিশন।২০১২ সালে ২৩ বছর বয়সী প্যারামেডিক্যাল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে শুক্রবার মৃত্যুর পরোয়ানা জারির পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দিল্লি হাইকোর্টের বিরুদ্ধে পিটিশন জমা হয়।
PTI-র খবর অনুযায়ী, দিল্লী হাইকোর্টের আদেশে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে একটি আবেদন করেছিল যা দাবি করেছিল যে এই অপরাধ খারিজ হওয়ার সময় পবন গুপ্তা কিশোর ছিল। দোষী সাব্যস্ত হওয়া পবন গুপ্তা দাবি করেছিল যে অপরাধের সময় সে একজন নাবালক, "নির্দোষ ছেলে" ছিল এবং কিশোরীদের আইনের আওতায় শাস্তি দেওয়া উচিত - যার অর্থ কম কারাবাস। সে আরও দাবি করেছিল যে তাঁর বয়স প্রতিষ্ঠার জন্য যথাযথ চিকিত্সা পরীক্ষা সেই সময় করা হয়নি। গত বছরের ডিসেম্বরে হাইকোর্ট তার দাবি খারিজ করে দিয়েছিল। আরও পড়ুন, জারি নতুন মৃত্যু পরোয়ানা, ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় ফাঁসি হবে নির্ভয়াকাণ্ডে আসামিদের
গত ২০১২-র এই ধর্ষণকাণ্ডে ৬ জন অপরাধীকে গ্রেফতার করেছিল পুলিশ। যাদের মধ্যে একজন রাম সিং যে জেলেই আত্মহত্যা করে মারা যায়। আরও একজন নাবালক থাকায় ৩ বছর জেল খাটার পর তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তাকে সংশোধনাগারে রাখা হয়েছিল। গতকাল তিহার জেলে রাখা হয়েছিল চার ধর্ষক-খুনিকে। সেখানেই বিনয় শর্মা (Vinay Sharma) চার নম্বর সেলে একা ছিল। সেলের শৌচালয়েই সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে।