তিরুবনন্তপুরম, ১২ সেপ্টেম্বর: ফের কেরল (Kerala) নিয়ে ছড়াল আতঙ্ক। এবার কোজিকোড়ে জারি করা হয়েছে সতর্কতা। কোজিকোড়ে সম্প্রতি পরপর ২ জনের আশ্চর্যজনকভাবে মৃত্যু হয়। কোজিকোড়ে পরপর দুজনের মৃত্যুর খবর পাওয়ার পরই সেখানে সতর্কতা জারি করে কেরলের স্বাস্থ্য দফতর। রাজ্যের স্বাস্থ্য দফতরের অনুমান, কোজিকোড়ে যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁরা নিপা (Nipah Virus) ভাইরাসে আক্রান্ত হন। নিপা ভাইরাসে আক্রান্ত হয়েই ওই ২ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান স্বাস্থ্য দফতরের। ঘটনার পরপরই কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন।
প্রসঙ্গত এর আগে কোজিকোড় এবং মালাপুরমে নিপা ভাইরাসের খোঁজ মেলে। ২০১৮ সালে যেমন নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মেলে, তেমনি ২০২১ সালেও এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করে কেরল সরকার।
বাদুড় থেকেই ছড়ায় নিপা ভাইরাসের সংক্রমণ। বাদুড়ের খাওয়া কোনও ফল যদি কেউ খান, তাহলে তিনি নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে চিকিৎসকদের তরফে জারি করা হয় সতর্কতা। জ্বর, গাঁটে গাঁটে ব্যাথা, মাথা যন্ত্রণা, বমি ভাব, মাথা ঘোরানোর মত উপসর্গ যদি একসঙ্গে থাকে, তাহলে সেইব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে অনুমান করা হয়।