তিরুবনন্তপুরম, ১৩ সেপ্টেম্বর: নিপা ভাইরাসের সংক্রমণ ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে কেরলে। নিপা সংক্রমণ ধরা পড়তেই কোজিকোড় এবং মাল্লাপুরমে সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, কোজিকোড়ে ২ জন নিপা ভাইরাসে সংক্রমিতর খবর পাওয়ার পরই সেখানকার ৭টি গ্রামকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ২ জনের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর বুধবার সেই সংখ্যা আরও বেড়ে যায়।
সূত্রের খবর, কোজিকোড়ে ৪ জনের শরীরে মিলেছে নিপা সংক্রমণ। যার মধ্যে ৯ বছরের এক কিশোরও রয়েছে বলে কেরলের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। ফলে কেজিকোড়ে বেশ কিছু স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংক্রমিতরা যে এলাকায় রয়েছেন, সেখানে অফিসও বন্ধ থাকবে বলে জানানো হয়।
রিপোর্টে প্রকাশ, কেরলে ১৩০ জনকে পরীক্ষা করা হয়েছে। তাঁদের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ রয়েছে কি না, সেই সন্দেহ থেকেই করা হয় পরীক্ষা। সোজাসুজি মানুষের সঙ্গে মানুষের শরীরের স্পর্শ বা অন্য কোনওভাবে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। এসবের পাশাপাশি বাদুড়, শুয়োর কিংবা অন্য কোনও প্রাণী থেকেই নিপা ভাইরাসের সংক্রমণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ফলে কোজিকোড় মেডিকেল কলেজে নিপা ভাইরাস সংক্রমিত সন্দেহে প্রত্যেকের শারীরিক পরীক্ষা করা হবে বলে জানানো হয়।