Noida Society (Photo Credit: ANI)

নয়ডা, ১৪ জুন: এবার থেকে লুঙ্গি, নাইটি পরে কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এমনই নির্দেশ জারি করা হল গ্রেটার নয়ডার একটি আবাসনে। গ্রেটার নয়ডার হিমসাগর অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এবার থেকে কোনও বাসিন্দা ঘরের বাইরে লুঙ্গি বা নাইটি পরতে পারবেন না। সোসাইটির বাসিন্দারা ঘরের বাইরে যাতে কেউ লুঙ্গি বা নাইটি পরে বের না হন, সে বিষয়ে জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সোসাইটির এই সিদ্ধান্তকে অনেকে ভালভাবে গ্রহণ করলেও সমালোচনাও শুরু হয়েছে। পোশাক যাঁর যাঁর নিজস্ব পছন্দ। সেখানে কেন সোসাইটির তরফে হস্তক্ষেপ করা হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। নাইটি বা লুঙ্গি পরে যাঁরা ঘরের বাইরে ঘোরেন, তাঁরা যেন এবার থেকে নিজেদের পোশাক সম্পর্কে সচেতন থাকেন, সে বিষয়ে নির্দেশ জারি করা হয় আবাসনের তরফে। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়েজোর জল্পনা শুরু হয়েছে।