Photo Credits: PTI

লন্ডনে ভারতীয় দূতাবাসে খালিস্তানপন্থীদের হামলার ঘটনায় জাতীয় পতাকা খুলে ফেলার চেষ্টার অভিযোগে তদন্তু শুরু করেছিল ভারত। দেশের কাউন্টার টেরিরিজম এবং কাউন্টার রেডিকালাইজেশন ডিভিশনের পক্ষ থেকে এই বিষয়টি তুলে দেওয়া হয় এনআইএর হাতে।

খালিস্তানের দাবিতে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দূতাবাসের ব্যালকনিতে উঠে ভারতের জাতীয় পতাকা নামিয়ে নেওয়ার চেষ্টা করে বেশ কিছু খালিস্তান পন্থী।

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারকে ঢেকে পাঠানো হয়।নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয় ভারতের তরফে। পাল্টা হিসেবে দিল্লিতে ব্রিটিশ দফতর থেকেও তুলে দেওয়া হয় ব্যারিকেড।

তবে শুধু লন্ডন নয় এর পাশাপাশি কানাডা এবং সানফ্রান্সিসকোতেও খালিস্তানের সমর্থনে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থীরা। খালিস্তান আন্দোলনের অন্যতম নেতা অমৃতপাল সিংয়ের খোঁজে এখনও চলছে ব্যাপক তল্লাশি।