অনন্তনাগ: পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের (Pakistan-backed terrorist outfits) মদতে জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) ফের মাথা চাড়া দিয়ে উঠছে কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। কিছুদিন ধরেই এই বিষয় নিয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার নতুন গজিয়ে ওঠা সেই সমস্ত জঙ্গি গোষ্ঠীর সন্ধানে কাশ্মীরের অনন্তনাগ (Anantnag), সোফিয়ান (Shopian) ও পুলওয়ামা (Pulwama) জেলার পাঁচটি জায়গা তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। তল্লাশিতে একাধিক ডিজিটাল ডিভাইস (digital devices) বাজেয়াপ্ত (seized) হয়েছে। যার মধ্যে প্রচুর অপরাধমূলক তথ্য (massive incriminating data) পাওয়া গেছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার জাতীয় তদন্তকারী সংস্থা এএনআই অনন্তনাগ, সোফিয়ান ও পুলওয়ামার পাঁচটি জায়গা সন্দেহভাজন হাইব্রিড সন্ত্রাসবাদী ও কাশ্মীরের বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নতুন করে গজিয়ে ওঠা শাখার ওভারগ্রাউন্ড কর্মীদের বাড়িতে তল্লাশি চালায়। সেই সঙ্গে তল্লাশি চালানো হয় নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির প্রতি সহানুভূতিশীল মানুষদের বাড়িতেও।
The National Investigation Agency on Tuesday cracked down once again on the newly-floated offshoots of proscribed Pakistan-backed terrorist outfits operating in Jammu and Kashmir by conducting raids at five locations in the three districts of Anantnag, Shopian and Pulwama in the…
— ANI (@ANI) July 11, 2023
আরও জানা গেছে, এই সমস্ত জঙ্গি সংগঠনের সদস্য ও অনুগামীরা যারা জম্মু ও কাশ্মীরে বিভিন্ন সন্ত্রাসবাদী কাজকর্ম, হিংসা ও পর্যবেক্ষণের সঙ্গে জড়িত তাদের বাড়িতে তল্লাশি চালানো হবে। এএনআইয়ের সন্দেহ ওই ব্যক্তিরা জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় ম্যাগনেটিক বোমা ও স্টিকি বোমা, আইইডি, অর্থ যোগান, মাদক দ্রব্য ও বন্দুক-গুলি সরবরাহ করত। আরও পড়ুন: Rain Fury: বাড়ছে জলস্তর, উত্তরাখণ্ডে নদী ভাসিয়ে নিয়ে গেল বাড়ি, দেখুন ভিডিয়ো
The locations raided today were residential premises of hybrid terrorists and Overground Workers (OGWs) linked with the newly-formed offshoots and affiliates of several banned Kashmiri terrorist outfits. Premises of sympathisers and cadres of these organisations were also raided.
— ANI (@ANI) July 11, 2023
All these cadres and workers are being investigated for activities relating to terror, violence and subversion in J&K. NIA suspects their involvement in the collection and distribution of sticky bombs/magnetic bombs, IEDs, funds, narcotic substances and arms/ammunitions.
— ANI (@ANI) July 11, 2023