ফাইল ফটো

অনন্তনাগ: পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের (Pakistan-backed terrorist outfits) মদতে জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) ফের মাথা চাড়া দিয়ে উঠছে কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। কিছুদিন ধরেই এই বিষয় নিয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার নতুন গজিয়ে ওঠা সেই সমস্ত জঙ্গি গোষ্ঠীর সন্ধানে কাশ্মীরের অনন্তনাগ (Anantnag), সোফিয়ান (Shopian) ও পুলওয়ামা (Pulwama) জেলার পাঁচটি জায়গা তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। তল্লাশিতে একাধিক ডিজিটাল ডিভাইস (digital devices) বাজেয়াপ্ত (seized) হয়েছে। যার মধ্যে প্রচুর অপরাধমূলক তথ্য (massive incriminating data) পাওয়া গেছে।

সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার জাতীয় তদন্তকারী সংস্থা এএনআই অনন্তনাগ, সোফিয়ান ও পুলওয়ামার পাঁচটি জায়গা সন্দেহভাজন হাইব্রিড সন্ত্রাসবাদী ও কাশ্মীরের বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নতুন করে গজিয়ে ওঠা শাখার ওভারগ্রাউন্ড কর্মীদের বাড়িতে তল্লাশি চালায়। সেই সঙ্গে তল্লাশি চালানো হয় নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির প্রতি সহানুভূতিশীল মানুষদের বাড়িতেও।

আরও জানা গেছে, এই সমস্ত জঙ্গি সংগঠনের সদস্য ও অনুগামীরা যারা জম্মু ও কাশ্মীরে বিভিন্ন সন্ত্রাসবাদী কাজকর্ম, হিংসা ও পর্যবেক্ষণের সঙ্গে জড়িত তাদের বাড়িতে তল্লাশি চালানো হবে। এএনআইয়ের সন্দেহ ওই ব্যক্তিরা জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় ম্যাগনেটিক বোমা ও স্টিকি বোমা, আইইডি, অর্থ যোগান, মাদক দ্রব্য ও বন্দুক-গুলি সরবরাহ করত। আরও পড়ুন: Rain Fury: বাড়ছে জলস্তর, উত্তরাখণ্ডে নদী ভাসিয়ে নিয়ে গেল বাড়ি, দেখুন ভিডিয়ো