বেঙ্গালুরু, ১৯ আগস্ট: নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (ISIS Terrorists) সাহায্য করার অভিযোগে বেঙ্গালুরু থেকে এক চিকিৎসককে গ্রেপ্তার করল এনআইএ। ধৃত চিকিৎসকের নাম আবদুর রহমান(২৮)। তিনি একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। অভিযোগ, আইসিস জঙ্গিদের চিকিৎসা সহায়তা দিচ্ছিলেন ডাক্তার আবদুর রহমান। এই বেআইনি কাজের জন্যই ইউএপিএ-র আওতায় মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করল এনআইএ। জেরায় আবদুর রহমান স্বীকার করেছেন যে, অভিযুক্ত জাহানজাহিব সামি-সহ বেশ কয়েকজন সিরিয়ার আইসিস অপারেটিভের সঙ্গে ষড়যন্ত্র করছিলেন তিনি। আইসিস জঙ্গিরা যারা বিভিন্ন অভিযানে আহত হয়েছে তাদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য একটি মেডিক্যাল অ্যাপ তৈরি করছিলেন ওই চিকিৎসক। একই সঙ্গে আইসিস জঙ্গিদের সহযোগিতা করার জন্য অস্ত্রশস্ত্র সম্পর্কিত একটি অ্যাপস তৈরির পরিকল্পনা ছিল আবদুর রহমানের। আরও পড়ুন-PM Narendra Modi: বর্ষাকালে মশাবাহিত রোগ থেকে সতর্ক থাকতে দেশবাসীকে নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ২০১৪-র শুরুর দিকে সিরিয়ায় আইসিসের মেডিক্যাল ক্যাম্পে ঘুরতেও যান ওই চিকিৎসক। এই যাওয়ার মুখ্য উদ্দেশ্য ছিল, আহত আইসিস জঙ্গিদের চিকিৎসা করা ও ১০ দিন ধরে আইসিস জঙ্গিদের সঙ্গে থাকা। আবদুর রহমানকে গ্রেপ্তারের পর বেঙ্গালুরুতে তাঁর ব্যবহৃত তিন জায়গায় অভিযান চালান এনআইএ-র কর্তাব্যক্তিরা। এই অভিযানে ডিজিটাল ডিভাইস থেকে শুরু করে মোবাইল ফোন, ল্যাপটপ-সহ বহু সন্দেহজনক বস্তু উদ্ধার হয়েছে। বেঙ্গালুরু থেকে আবদুর রহমানকে গ্রেপ্তারের পর তাঁকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। ধৃত চিকিৎসককে দিল্লি কোর্টে পেশ করা হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফের জিজ্ঞাসাবাদের জন্য আবদুর রহমানকে হেফাজতে নেওয়ার আবেদনও করবে। ধৃত চিকিৎসক বেঙ্গালুরুর এমএস রামাইয়া মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন।