গুয়াহাটি, ৩ অক্টোবর: জ়ুবিন গর্গের (Zubeen Garg Death) মৃত্যুর পর সময় যত সময় গড়াচ্ছে, তত প্রকট হচ্ছে রহস্যের বেড়াজাল। জ়ুবিন গর্গের মৃত্য়ুর পর তাঁর স্ত্রী গরিমা এবার বিস্ফোরক দাবি করলেন। গরিমার দাবি, জ়ুবিনের মৃত্যু জলে পড়ে যাওয়ার জেরে হয়নি। এর পিছনে অন্য কারণ রয়েছে। গরিমার (Garima Garg) দাবি, জ়ুবিন গর্গের মৃত্য়ুর পিছনে এমন কোনও কারণ রয়েছে যা এখনও প্রকাশ্যে আসেনি।
৫২ বছর বয়সেই জ়ুবিন গর্গের মৃত্যু হয়। সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্য়ালে হাজির হয়ে হঠাৎ করেই মৃত্য়ু হয় অসম তথা বলিউডের জনপ্রিয় গায়ক জ়ুবিন গর্গের। সিঙ্গাপুরে হাজির হয়ে স্কুবা ডাইভিংয়ে যান জ়ুবিন গর্গ। আর সেখানেই জলে নেমে হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় গায়কের। সঙ্গে সঙ্গে জ়ুবিনকে জল থেকে তুলে সিপিআর দেওয়া হয়। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। জ়ুবিন গর্গের মৃত্যু হয়।
জ়ুবিনের মৃত্যুর পর গোটা অসম কেঁদে ওঠে। কীভাবে জ়ুবিনের মৃত্যু হল, তা নিয়ে তদন্ত হোক বলে দাবি উঠতে শুরু করে। যার জেরে অসম সরকার সিটের হাতে সেই তদন্তভার দেয়। যা নিয়ে নানা জল্পনা প্রকাশ্যে আসতেই জ়ুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ফেস্টিভাল ম্যানেজার শ্যামকানু মাহাতোকে গ্রেফতার করা হয়। বর্তমানে ওই ২ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন: Zubeen Garg Death: জ়ুবিনের মৃত্যুর তদন্তে বড় খবর, খুনের মামলা হল দায়ের, ২ জনকে হেফাজতে নিল পুলিশ
অন্যদিকে সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মাহাতোর গ্রেফতারির পর জ়ুবিন গর্গের ব্যান্ডের দুজনকেও গ্রেফতার করা হয়। শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভ মাহাতোকে গ্রেফতার করা হয়। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে।
১৯ সেপ্টেম্বর নর্থইস্ট ফেস্টিভালের আগে ইয়ট পার্টির আয়োজন করা হয়। সেই ইয়ট পার্টির আয়োজন করেছিলেন শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভ মাহাতো।