Luca Zidane: ফ্রান্স (France) ছেড়ে এবার তার বাবার জন্মস্থানের দেশে আলজেরিয়ার (Algeria) হয়ে আন্তর্জাতিক ফুটবলের সিনিয়র স্তরে অভিষেক হচ্ছে কিংবদন্তি ফরাসি ফুটবলার জিনেদাইন জিদানের ছেলে লুকা জিদানের। ফ্রান্সের সঙ্গে ফুটবল সম্পর্ক চুকিয়ে ২৭ বছরের লুকা জিদান আফ্রিকার দেশে আলজেরিয়ার হয়ে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্য়াচে খেলবেন। ফুটবল মহাতারকা জিনেদিন জিদানের পরিবার মূলত আলজেরিয়ার কাবাইল অঞ্চলের বাসিন্দা। আজ, মঙ্গলবার রাতে উগান্ডার বিরুদ্ধে আলজেরিয়ার গোলের নিচে লুকা জিদানকে দেখা যেতে পারে। গোলকিপার হিসাবে লুকা জিদান এখন লা লিগার দ্বিতীয় ডিভিসনের ক্লাব গ্রানাডার হয়ে খেলেন। মজার কথা হল, জিদানের ছেলে লুকার জন্ম হয়েছিল ১৯৯৮ সালে। সেই বছরই ব্রাজিলকে ফাইনালে পরাস্ত করে দেশের মাটিতে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল ফ্রান্স। ১৯৯৮ বিশ্বকাপটা পুরোপুরি জিদান-ময় ছিল। আর সেই বিশ্বকাপের ঠিক এক মাস আগে জন্মেছিলেন লুকা জিদান। ইতিমধ্যেই আলজেরিয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করেছে। সব ঠিক থাকলে আগামী বছর জুনে বিশ্বকাপের মূলপর্বে গোলপোস্টের নিচে গোল বাঁচাতে দেখা যাবে জিদান পুত্রকে। তার আগে যোগ্যতাপর্বে উগান্ডা ও সোমালিয়ার বিরুদ্ধে লুকাকে দেখে নিতে চান আলজেরিয়ান কোচ ভ্লাদিমির পেটকোভিচ।
রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ম্যাচে গোলকিপার হিসাবে খেলেন লুকা
ফ্রান্সের অনুর্ধ্ব-১৬ থেকে ২০ বয়সভিত্তিক যুব দলে খেলার সুযোগ পেয়েছিলেন লুকা জিদান। কিন্তু ফ্রান্সে সিনিয়র দলে সুযোগের সম্ভাবনা খুবই কম বুঝতে পেরে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২০১৮ সালের ১৯ মে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ ড্র হওয়া ম্যাচে সিনিয়র দলের হয়ে অভিষেক হয়েছিল। তখন রিয়ালের কোচ ছিলেন লুকার বাবা জিনেদাইন জিদান। বাবা ক্লাব ছাড়ার পর ফ্রান্স চাড়েন লুকা। রিয়াল মাদ্রিদের সিনিয়র দলের হয়ে দুটি ম্যাচে খেলেন লুকা, তবে মূলত রিয়াল মাদ্রিদের বি-টিম (কাস্তিয়া) এবং অন্যান্য ক্লাবে বেশি খেলেছেন, যেমন রেসিং সান্তান্দার, রায়ো ভায়েকানো, এইবার এবং গ্রানাডা।
দেখুন খবরটি
Zidane's son, Luca Zidane was called up by Algeria, after he switched allegiance from France.
He was invited for their FIFA World Cup qualifiers against Somalia and Uganda. pic.twitter.com/5X3RBVn54B
— Africa Facts Zone (@AfricaFactsZone) October 13, 2025
আলজেরিয়া থেকে ফ্রান্সে এসে দুনিয়া জিতেছিলেন জিনেদাইন জিদান
ফুটবল মহাতারকা জিনেদিন জিদানের পরিবার মূলত আলজেরিয়ার কাবাইল অঞ্চলের বাসিন্দা। ১৯৫০-এর দশকে ফ্রান্সের শ্রমঘাটতির সময় তাঁর বাবা স্মাইল জিদান কাজের খোঁজে আলজেরিয়া থেকে ফ্রান্সে আসেন। তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন মার্সেই শহরের কাছাকাছি লা কাস্তেলান এলাকায়। দারিদ্র্য ও জাতিগত বৈষম্যের মধ্যেও ছোটবেলা থেকেই জিদান ফুটবলের প্রতি অনুরাগী ছিলেন। ফরাসি সমাজে অভিবাসী হিসেবে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও ফুটবলই তাঁর পরিচয় বদলে দেয়। আলজেরিয়ান শিকড় ও ফরাসি নাগরিকত্ব, এই দুই সংস্কৃতির মেলবন্ধন থেকেই জন্ম নেয় বিশ্ব ফুটবলের এক কিংবদন্তি জিনেদিন জিদান।