নয়াদিল্লিঃ লাইক(Like), কমেন্ট(Comment),শেয়ারের (share) পিছনে ছুটে সোশ্যাল মিডিয়ায় (Social Media) জনপ্রিয়তা কুড়ানোর হিড়িক নতুন নয়। বিশেষ করে এই ইঁদুর দৌড়ে নাম লিখিয়েছে বর্তমান প্রজন্ম। ছবি কিংবা রিলসে লাইক, কমেন্টে, শেয়ার কীভাবে বাড়ানো যায় সেই খেলায় মেতেছে তাঁরা। জনপ্রিয় হওয়ার চক্করে জীবন বাজি রাখতেও পিছপা হন না তাঁরা। কখনও চলন্ত ট্রেনের মধ্যে ভিডিয়ো, কখনও আবার পাহাড়ের খাদে দাঁড়িয়ে নাচ, কোনও কিছুতেই ভয় নেই তাঁদের। এবার সামনে এল অন্যরকম একটি ভিডিয়ো। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আস্ত আস্ত লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়োতে মাখিয়ে তা চিবিয়ে খেল দুই তরুণ। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুই যুবক তাঁদের একজনের হাতে লঙ্কার গুঁড়ো ভর্তি থালা। আর একজনের হাতে কাঁচা লঙ্কা। দু'জনে মিলে ওই লাল লঙ্কার গুঁড়োতে কাঁচা লঙ্কা মাখিয়ে খাচ্ছেন। ঝালের চোটে চোখ থেকে জল গড়াতে শুরু করলেও থামছেন না তাঁরা। সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভাইরাল ভিডিয়োর কমেন্টে দুই যুবকের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
কাঁচা লঙ্কা চিবিয়ে খাচ্ছেন যুবক, ভিডিয়ো ভাইরাল হতেই হতবাক নেটপাড়া
फेमस होने के लिए लोग किसी भी हद तक जा सकते हैं चाहे जिंदगी खतरे में क्यों ना पड़ जाए लेकिन रील बनाने का शौक नहीं छूटेगा pic.twitter.com/4QrqKX2EYH
— Dinesh shukla (Journalist) 🇮🇳 (@Dinehshukla) August 18, 2025