নয়াদিল্লিঃ ফের শিরোনামে ওড়িশা। এবার কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকে অধ্যাপকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। রবিবার,ঘটনাটি ঘটেছে ওড়িশার ফকির মোহন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ওই কলেজের মধ্যেই অধ্যাপকদের কোয়াটার রয়েছে। এদিন বিকেলে এলপিজি সিলিন্ডার মেকানিকের ছদ্মবেশে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করে এক ব্যক্তি। সহকারী অধ্যাপকের কোয়াটারে ডোরবেল বাজিয়ে সে জানায় গ্যাস সিলিন্ডার চেক করতে এসেছে সে। তাকে ঘরে প্রবেশ করতে দেন অধ্যাপকের স্ত্রী। এরপরই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তি। কোনওরকমে ওই ব্যক্তির হাত থেকে বেঁচে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন ওই মহিলা। সেই ঘরের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে অভিযুক্ত।
কলেজ ক্যাম্পাসে খোদ অধ্যাপকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা
সৌভাগ্যক্রমে হাতের কাছেই মোবাইলটি পেয়ে স্বামীকে ফোন করে সমস্তটা জানান মহিলা। জানালা দিয়ে চিৎকার করে আশেপাশের লোকজন ডাকেন। মহিলার চিৎকার শুনে ছুটে আসেন নেক্যাম্পাসের গেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা। বিপদ বুঝে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু ধরা পড়ে যায় সে। অভিযুক্তকে রেমুনা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, অভিযুক্তের নাম শঙ্কর পাত্র। বালাসোর জেলার নীলগিরি এলাকার বাসিন্দা সে।
সিলিন্ডার মেকানিকের ছদ্মবেশে কলেজ ক্যাম্পাসে ঢুকে অধ্যাপকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত
Odisha: Youth held for attempting to rape assistant professor's wife inside FM University - A youth has been detained for allegedly attempting to rape the wife of an assistant professor inside Fakir Mohan University campus in Odisha's ... - https://t.co/BHmRa08CyF
— The Postdoctoral (@thepostdoctoral) July 28, 2025