Yamuna Water Level Rise (Photo Credit: X@ANI)

নয়াদিল্লিঃ বর্ষার (Monsoon) অতিবৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত দিল্লি (Delhi) ও রাজধানী সংলগ্ন গুরুগ্রাম। বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা। মঙ্গলবার ভোর ৬টায় যমুনার জলস্তর ২০৫.৬৮ মিটার অতিক্রম করে বিপদসীমা পেরিয়েছে বলে জানিয়েছে দিল্লি সরকার। মঙ্গলবার বিকেলে জলস্তর বেড়ে ২০৬.৫০ মিটারে পৌঁছতে পারে বলে আশঙ্কা। পরিস্থিতি ভয়াবহ হলে যমুনার জলে ভাসতে পারে দিল্লি। তাই আগাম সতর্কতা নিচ্ছে দিল্লি প্রশাসন। ইতিমধ্যেই জল ঢুকেছে বহু বাড়িতে। ঘর ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছে বহু পরিবার। অন্যদিকে যমুনার জলস্তর বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রেল সেতু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোহার পুলও। আজ, মঙ্গলবার বৃষ্টির কারণে বন্ধ রাখা হয়েছে গুরুগ্রামের সমস্ত অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। বেসরকারি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

অন্যদিকে এই পরিস্থিতিতে হরিয়ানার হঠনিকুণ্ড ব্যারেজ থেকে প্রতি ঘণ্টায় প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে। যার ফলে দিল্লির নীচু এলাকায় বন্যার ঝুঁকি বাড়ছে। জলমগ্ন প্যাটেল নগর। সিগনেচার ব্রিজের মতো এলাকা। জল জমেছে দ্বারকা এক্সপ্রেসওয়েতে। সোমবার বৃষ্টির জেরে গুরুগ্রাম জুড়ে প্রবল যানজটের সৃষ্টি হয়। এদিন বিকেল ৩ টে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মোট ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা।

 ফুঁসছে যমুনা, দিল্লিজুড়ে জারি বন্যা সতর্কতা