ওর্য়াল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট নির্বাচনের আমেরিকার মনোনীত প্রার্থী অজয় বাঙ্গা কোভিড পজিটিভ। ভারতে পদার্পনের সঙ্গে সঙ্গে তার টেস্ট করা হলে পজিটিভ ধরা পড়ে কোভিড।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল তাঁর। এরপাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা ছিল অজয়ের।
ওর্য়াল্ড ব্যাঙ্ক, বিশ্বে অর্থনৈতিক মন্দা সহ নানান ইস্যুতে আলোচনার জন্য ভারতে এসেছিলেন তিনি।
যদি ভারতে নামার পর কারোর সঙ্গে দেখা যায়নি তাঁকে। আলাদা করে কোয়ারেনটাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্টের ক্ষেত্রে অজয় বাঙ্গার নাম মনোনয়ন করেছে আমেরিকা। আর এই মনোনয়নের পরই অজয়কে ভারতের পক্ষ থেকেও মিলেছে অনুমোদন। শুধু ভারত নয় ভারতের পাশাপাশি জাপান, জার্মানি, সৌদি আরব, বাংলাদেশ,কলম্বিয়া, কেনিয়া, ঘানা, ফ্রান্স সহ আরও অন্যান্য দেশ সমর্থন জানিয়েছেন।
৩ সপ্তাহের সফরে আফ্রিকা, ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে নিজের দিকে ভোট টানার বিষয়টি পাকা করতে চাইছেন বাঙ্গা। তবে তার আগেই কোভিডে আক্রান্ত হয়ে কোয়ারেনটাইনে অজয় বাঙ্গা।
World Bank President nominee Ajay Banga tests covid positive on arrival in Delhi
Read @ANI Story | https://t.co/oSbqCFstAU#WorldBank #ajaybanga #Covid pic.twitter.com/nG4FG7NZ9O
— ANI Digital (@ani_digital) March 24, 2023