অমরাবতী, ৯ ফেব্রুয়ারিঃ অন্ধ্রপ্রদেশের কাকিনারায় তেল কারখানায় তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে সাত শ্রমিকের মৃত্যু। তেলের ট্যাঙ্ক পরিষ্কার করার জন্যে ট্যাঙ্কারের মধ্যে ঢুকেছিলেন তাঁরা। সেখানেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ৭ কর্মরত শ্রমিকের।
আরও পড়ুনঃ বিয়ের অনুষ্ঠানে গাড়ির ধাক্কায় নির্মম মৃত্যু ৩ অতিথির
কলকারখানার তেল ট্যাঙ্কার পরিষ্কার করতে বৃহস্পতিবার ২৪ ফুট গভীর ট্যাঙ্কারের ভিতরে প্রবেশ করেন মৃত সাত শ্রমিক। সেখানেই শ্বাসরোধ হয়ে মারা যান তাঁরা। মৃত সাত শ্রমিকই অন্ধ্রের বাসিন্দা। কলকারখানায় শ্রমিকদের মৃত্যুর খবর জানা মাত্রই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। হাহাকারের আতঙ্কে ঢেকে যায় গোটা এলাকা।
আরও পড়ুনঃ স্বামীকে খুন করে বস্তাবন্দি মৃতদেহ ছাদ থেকে ছুঁড়ে ফেলল মদ্যপ স্ত্রী
শ্বাসরোধে মৃত্যু ৭ শ্রমিকেরঃ
Andhra Pradesh | Several workers hospitalised after inhaling gas while cleaning tankers of an edible oil manufacturing company in Ragampeta village.
More details awaited pic.twitter.com/MKB2e4XVgE
— ANI (@ANI) February 9, 2023
মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা আঙুল তুলছেন কারখানার কর্তৃপক্ষের উপর। শ্রমিকদের সুরক্ষার জন্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি কলকারখানার কর্তৃপক্ষের তরফে। যার জেরেই বেঘোরে প্রাণ খুইয়েছেন ৭ শ্রমিক।
তেল কারখানায় শ্রমিকদের শ্বাসরোধ হয়ে মৃত্যুর খবর জানা মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন জেলা পুলিশ সুপার। রাজ্য সরকারকে অনুরোধ করে মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে তিনি।