হায়দ্রাবাদ, ৯ ফেব্রুয়ারিঃ স্বামীকে খুন করার অভিযোগে গ্রেফতার মদ্যম স্ত্রী। পরকীয়ার জালে জড়িয়ে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল অভিযুক্তের। তাঁদের কয়েকজনের সঙ্গে হাত মিলিয়ে অটো চালক স্বামীকে খুন করলেন স্ত্রী। শ্বাসরোধ করে স্বামীকে খুন করে মৃতদেহ বস্তাবন্দি করে বাড়ির ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয় মদ্যপ স্ত্রী। বাড়ির নীচ থেকেই উদ্ধার হয়েছে অটো চালক সঞ্জয়য়ের মৃতদেহ।
আরও পড়ুনঃ হরিয়ানায় প্রকাশ্য দিবালোকে ছুরি মেরে খুন
গান্ধি নগরের বাসিন্দা বছর ২৬ এর সঞ্জয় রাতের খাবার কিনতে বেরিয়েছিলেন। কিন্তু সারারাত ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবার। তাঁরা খবর দেন পুলিশকে। রবিবার রাতে তাঁদের বাড়ির পিছন থেকেই উদ্ধার হয় বস্তাবন্দি সঞ্জয়ের মৃতদেহ। পুলিশকে মৃত অটো চালকের স্ত্রী রেনুকা জানায়, তাঁর স্বামী আগের দিন রাতে বেরিয়েছিলেন খাবার কিনতে সেই সময়েই কয়েকজন অপরিচিত ব্যক্তি মিলে খুন করে সঞ্জয়কে।
আরও পড়ুনঃ মর্মান্তিক, গাড়িতে ধাক্কা দিয়ে যুবককে ১১ কিলোমিটার টেনে নিয়ে গেলেন চালক
অন্যদিকে ছেলের মৃত্যুতে বউমার মদত রয়েছে দাবি তুলে পুলিশের কাছে অভিযোগ জানায় সঞ্জয়ের পরিবার। মদ খাওয়া, স্বামী থাকতেও অন্য পুরুষদের সঙ্গে সম্পর্কে জোরানোর মতো নানা কিছু অভিযোগ ওঠে রেনুকার বিরুদ্ধে। এই সমস্ত কিছু নিয়ে সঞ্জয় এবং রেনুকার মধ্যে ঝগড়া সব সময়ে লেগে থাকত। রেনুকাকে বারংবার সতর্ক করেছিলেন সঞ্জয়। কিন্তু শোনেননি।
সঞ্জয়ের অটোপসি রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে তাঁকে। পুলিশের জেরার রেনুকা সত্য শিকার করতে বাধ্য হন। তিনি জানান, শ্বাসরোধ করে সঞ্জয়কে খুন করে মৃতদেহ বস্তায় বন্দি করে তাঁদের আবাসনের দ্বিতীয়মালা থেকে ফেলে দেয়। এরপর সে সঞ্জয়ের পরিবারকে ফোন করে জানায়, সঞ্জয় সারারাত বাড়ি ফেরেনি।