হরিয়ানাতে ফের হাড় হিম করা ছবি প্রকাশ্যে। বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রকে এলোপাথাড়ি ছুরির কোপ। ফরিদাবাদের সেক্টর ৫৬ এ এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে জোর তল্লাশি শুরু করা হয়েছে। আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষনা করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্তের পেট, মুখ, বুক এবং ঘাড়ে এলোপাথাড়ি আঘাতের চিহ্ন মিলেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সন্তানকে বাইক থেকে নামিয়ে ১০ জন মিলে অত্যাচার করে এবং প্রায় ২০ বার শরীরের বিভিন্ন স্থানে ছুরি চালায়। তবে কি কারনে মারা হয়েছে সেই বিষয় জানা যায়নি। এর পাশাপাশি এই বিষয়ে মুখ খুললে তাদেরকেও মেরে ফেলার হুমকি দিয়েছে অভিযুক্তরা।
ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ । যেখানে বেশ কিছু জন ওই বালককে দিকে তেড়ে যেতে দেখা যায়।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)